জুমবাংলা ডেস্ক: সারাদেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। আজ রবিবার (১৪ নভেম্বর) এসএসসির প্রথম দিনের পদার্থবিজ্ঞান পরীক্ষায় অনুপস্থিত ছিলেন সারাদেশের ৩ হাজার ৫৪৮ জন পরীক্ষার্থী। এদিন ২ জন পরীক্ষার্থীকে ও ২ জন কক্ষ পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে। বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, এসএসসি পরীক্ষার প্রথম দিনে ঢাকা বোর্ডের ৮৮৪ জন, চট্টগ্রাম বোর্ডে ১৯৪ জন, রাজশাহী বোর্ডে ৪৬৩ জন, বরিশাল বোর্ডের ১৭২ জন, সিলেট বোর্ডের ১৪৮ জন, দিনাজপুর বোর্ডের ৫৯৭ জন, কুমিল্লা বোর্ডের ৬০৭ জন, ময়মনসিংহ বোর্ডের ৩১২ জন এবং যশোর বোর্ডের ১৭১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
এছাড়া এদিন, বরিশাল বোর্ডের একজন ও দিনাজপুর বোর্ডের একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আর বরিশাল বোর্ডের দুইজন কক্ষ পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে।
রবিবার পদার্থবিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামীকাল সোমবার (১৫ নভেম্বর) সকাল দশটা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এসএসসির বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং দুপুর দুইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত হিসাববিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে।
১৪ নভেম্বর থেকে এসএসসির লিখিত পরীক্ষা শুরু হয়ে ২৩ নভেম্বর পর্যন্ত চলবে। আর ২৮ নভেম্বরের মধ্যে এসএসসির ব্যবহারিক পরীক্ষা শেষ করতে বলা হয়েছে। চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা আছে।গতবছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন। গত বছরের থেকে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার্থী বেড়েছে ১ লাখ ৭৯ হাজার ৩৩৪ জন।
শিক্ষা মন্ত্রণালয়ের হিসেব বলছে, চলতি বছর ৩ হাজার ৬৭৯টি কেন্দ্রে মোট ২৯ হাজার ৩৫টি স্কুল, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানের ২২ লাখ ২৭ হাজার ১১৩জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করছেন। ৯টি সাধারণ বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ১৭ হাজার ৬৭৬টি স্কুলের ১৮ লাখ ৯৯৮ জন শিক্ষার্থী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।