জুমবাংলা ডেস্ক : সরকারি চাকরিতে পদোন্নতিতে রঙিন ছবি সংযোজন বাধ্যতামূলক করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গতকাল রবিবার জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।
ব্যক্তিগত তথ্য হালনাগাদে নতুন নির্দেশনা
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি কর্মচারী বাতায়নে (জিইএমএস) পিডিএসের ব্যক্তিগত তথ্য হালনাগাদকরণের ক্ষেত্রে ছয় মাসের মধ্যে তোলা রঙিন ছবি সংযোজন করতে হবে। সব ধরনের ব্যক্তিগত তথ্য জরুরি ভিত্তিতে হালনাগাদ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ দায়িত্বে অনুরোধ জানানো হয়েছে।
হালনাগাদ না করলে পদোন্নতির সুযোগ থাকবে না
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যেসব কর্মকর্তা নতুন রঙিন ছবি সংযোজনসহ জিইএমএসে পিডিএসের তথ্য হালনাগাদ করতে ব্যর্থ হবেন, তাদের কেস পদোন্নতির জন্য বিবেচিত হবে না।
জিইএমএস প্ল্যাটফর্মের উদ্দেশ্য
জিইএমএস বা জেমস হলো জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে সরকারি কর্মচারী ব্যবস্থাপনা পদ্ধতি। এর মাধ্যমে কর্মকৃতী মূল্যায়ন, বদলি, পদায়ন, প্রশিক্ষণে মনোনয়নসহ নানা সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পদোন্নতিতে রঙিন ছবি সংযোজন বাধ্যতামূলক করার সিদ্ধান্তও এই ব্যবস্থার অংশ হিসেবে নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী
সরকারি চাকরিতে পদোন্নতিতে রঙিন ছবি সংযোজন এখন থেকে আবশ্যিক। জিইএমএস প্ল্যাটফর্মে নির্ধারিত সময়ের মধ্যে রঙিন ছবি ও অন্যান্য তথ্য হালনাগাদ না করলে পদোন্নতির ক্ষেত্রে কর্মকর্তাদের কেস বিবেচনায় নেওয়া হবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।