জুমবাংলা ডেস্ক : অপরূপ সৌন্দর্যের কারণে পদ্মকে বলা হয় জলজ ফুলের রানি। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের মাঠবাড়িয়া বিলে ফুটেছে হাজার হাজার পদ্ম। বিলের রাশি রাশি পদ্মফুলের সৌন্দর্যে মুগ্ধ হচ্ছে দর্শনার্থী। বিলে যাতায়াত ও নৌকার ব্যবস্থা না থাকায় অসন্তোষ প্রকাশ করেছেন অনেকে। তবু প্রতিদিন আসছেন শত শত ভ্রমণপিপাসু।
প্রতি বছরই এই বিলে প্রকৃতিগতভাবে জন্ম নেয় পদ্ম ফুল। পদ্ম ফুলের অপরূপ সৌন্দর্য দেখতে এসে অনেকে ফুল ছিঁড়ে নিচ্ছেন। এ কারণে বর্তমানে গ্রাম পুলিশ দিয়ে ফুলের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আহম্মদ আলী। বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়ন থেকে সড়ক পথে যেতে হয় এ বিলে।
রাজবাড়ীর শিক্ষার্থী লাভলি বিশ্বাস বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিলের পদ্ম ফুল দেখে গতকাল সপরিবারে এখানে এসেছি। হাজার হাজার পদ্ম বিলে শোভা ছড়াচ্ছে। যাতায়াত ব্যবস্থা ভালো হলে এখানে দর্শনার্থী সংখ্যা বৃদ্ধি পেত। আগত সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি। বলেন, অনেকে ফুল নিয়ে যান। বিলের সৌন্দর্য রক্ষায় এসব বন্ধ করা উচিত।
রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের জীববিজ্ঞান বিভাগের প্রভাষক আবদুল্লাহীল হাসান বলেন, পদ্ম ফুল জলজ উদ্ভিদ। ভারতীয় উপমহাদেশে তিন ধরনের পদ্ম ফুল দেখা যায়। এগুলো হলো- লাল পদ্ম, নীল পদ্ম আর শ্বেত পদ্ম। এক সময় আমাদের দেশে অনেক পদ্ম দেখা যেতে। বর্তমানে বিল আর জলাশয় ভরাট হওয়ায় পদ্ম ফুল বিলুপ্তির পথে। এ ফুল আমাদের জন্য অনেকভাবে গুরুত্বপূর্ণ। এটি ধর্মীয়ভাবেও গুরুত্ব বহন করে।
বালিয়াকান্দির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আম্বিয়া সুলতানা বলেন, ইসলামপুর ইউনিয়নের মাঠবাড়িয়া পদ্মবিলে কয়েক বছর ধরে শত শত ফুল দেখা যাচ্ছে। প্রকৃতির শোভা যেন কেউ নষ্ট করতে না পারেন সে ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, আমার জানামতে মাঠবাড়িয়া বিল পর্যন্ত সড়ক পথের বেহাল অবস্থা। ওই সড়ক মেরামতের ব্যবস্থা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।