পদ্মায় এক বাঘাইর মাছের দাম ৩৫ হাজার টাকা
জুমবাংলা ডেস্ক : রবিবার ভোরের দিকে রাজবাড়ী জেলার বহরপুর ইউনিয়নের জেলে নুরাল হালদারের জালে ২৭ কেজি ওজনের মাছটি ধরা পড়ে। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর ৭ নম্বর ফেরিঘাট এলাকায় এক জেলের জালে ২৭ কেজি ওজনের একটি বাঘাইর মাছ ধরা পড়েছে। যার দাম হয়েছে ৩৫ হাজার ১০০ টাকা।
জেলে নুরাল হালদার বলেন, রবিবার ভোরের দিকে মাছটি ধরা পড়েছে। মাছটি জাল থেকে ছাড়িয়ে সকাল ৮টার দিকে বিক্রির জন্য দৌলতদিয়া বাজারের কেচমত মোল্লার আড়তে নিয়ে যাই। সেখানে মাছ কিনতে আসা দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লার কাছে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে ৩৫ হাজার ১০০ টাকায় বাঘাইর মাছটি তার কাছে বিক্রি করে দিই।
দৌলতদিয়ার ফেরিঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, মোট ৩৫ হাজার ১০০ টাকা দিয়ে মাছটি কিনে নিয়েছি। মাছটি সামান্য কিছু লাভ রেখে বিক্রি করে দেওয়া হবে।
১৯৭৪ সালের ১ টাকা থাকলে যত টাকা পাবেন আপনি, জেনে নিন বর্তমান সময়ের দাম
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।