জুমবাংলা ডেস্ক: রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ইউনিয়নের বাহিরচর এলাকায় জেলের জালে ধরা পড়া এক বোয়াল মাছ ২২০০০ টাকায় বিক্রি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ জুন) সকাল সাড়ে ৯টার দিলে মাছটি ধরা পড়ে।
বৃহস্পতিবার পদ্মা নদীতে মাছ শিকার করছিলেন জেলে রবি হালদার ও তার সঙ্গীরা। এ সময় তার জালে ধরা পড়ে বিশাল অকারের একটি বোয়াল।
এদিন দুপুরে মাছটি বিক্রি করতে নিয়ে যান দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাট এলাকায়। বিশাল আকারের বোয়াল মাছটি এক নজর দেখতে সেখানে উৎসুক মানুষের ভিড় জমে। পরে দশ কেজি ওজন মেপে স্থানীয় মাছ ব্যবসায়ী মো. সোহেল মোল্লার কাছে ২২০০০ টাকায় বোয়ালটি বিক্রি করেন জেলে রবি হালদার।
মাছ ব্যবসায়ী মো. সোহেল মোল্লা সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পদ্মা নদীর এমন আকারের বোয়াল মাছ সহসা পাওয়া যায় না।
প্রচুর চাহিদা থাকায় দুই হাজার ২০০ টাকা কেজি দরে বোয়ালটি আমি কিনেছি। তাজা বোয়ালটি রশি দিয়ে বেঁধে ফেরিঘাটের পন্টুনের পাশে নদীতে জিইয়ে রেখেছি। খদ্দের পেলে কেজিপ্রতি ৫০ টাকা লাভ রেখে মাছটি আমি বিক্রি করব।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।