পদ্মার বিশাল আকারের এক ঢাই মাছ যত হাজারে টাকায় বিক্রি!

জুমবাংলা ডেস্ক: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ৫ কেজি ওজনের বিলুপ্ত প্রায় একটি ঢাই মাছ। মাছটি ঢাকার এক ব্যবসায়ী ১৫ হাজার ৫০০ টাকা দিয়ে কিনে নেন।

শনিবার দিবাগত রাতে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা যমুনা নদীর মোহনায় জেলে আনিস হালদারের জালে মাছটি ধরা পড়ে। রোববার সকালে দৌলতদিয়া ফেরিঘাটের মৎস্য আড়তদার রওশনের আড়তে মাছটি বিক্রির জন্য আনা হয়।

এখানে উন্মুক্ত নিলামের মাধ্যমে ঘাটের মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ সর্বোচ্চ তিন হাজার টাকা কেজি দরে ১৫ হাজার টাকা দিয়ে কিনে নেন। পরে বিভিন্ন স্থানে মোবাইল ফোনে যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে তিন হাজার ১০০ টাকা কেজি দরে তিনি ১৫ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন।

মাছ ব্যবসায়ী শাহজাহান বলেন, ঢাই মাছ খুব কম দেখা যায়। অনেকটা বিলুপ্ত প্রায়। অনেক দিন পর একটি ঢাই মাছ পাওয়া গেল। মাছটি ১৫ হাজার ৫০০ টাকায় বিক্রি করে ঢাকায় ক্রেতার কাছে বিশেষ ব্যবস্থায় পাঠিয়ে দিয়েছি।

বিশালদেহী গরু রাজাবাবু, ফল না পেলেই মেজাজ খারাপ