জুমবাংলা ডেস্ক: রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে ৪শ’ কেজি ওজনের একটি শাপলা পাতা মাছ ধরা পড়েছে।
গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের অদূরে পদ্মা-যমুনা নদীর মোহনায় দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ এলাকার জেলে বাবু সরদারের জালে শাপলা মাছটি ধরা পড়ে।
পরে শাপলা মাছটি বিক্রির উদ্দেশ্যে দৌলতদিয়া বাইপাস সড়ক সংলগ্ন দুলাল মণ্ডলের একতা মৎস্য আড়তে আনলে সেখানে উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে ৪শ’ কেজি ওজনের মাছটি কেজি প্রতি ২শ’ টাকা দরে মোট ৮০ হাজার টাকায় কিনে নেন রাজবাড়ীর মাছ ব্যবসায়ী কুটি মণ্ডল। এসময় মাছটি দেখতে উৎসুক জনতা সেখানে ভিড় জমায়।
স্থানীয় জেলে বাবু সরদার বলেন, আমরা সাধারণত ট্রলারে পদ্মায় বড় মাছ ধরতে যাই। কট সুতার জালে বড় মাছ ধরা পড়ে। কিন্তু হঠাৎ করে বিরল প্রজাতির এই মাছটি ধরা পড়লে খুশি হই।
আড়তদার রেজাউল ইসলাম জানান, এই মাছটি সাধারণত মাটি ছুঁই ছুঁই করে নদীতে চলে। যে কারণে সহজে জালে ধরা পড়ে না। হয়তো পদ্মার তীব্র স্রোতের কারণে মাটি থেকে ওপরের দিকে এসেছে যে কারণে জেলের জালে মাছটি ধরা পড়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।