Advertisement
জুমবাংলা ডেস্ক : পদ্মা নদীতে জেলেদের জালে ১৯ কেজি ওজনের একটি পাঙাশ মাছ ধরা পড়েছে। সোমবার (২৯ জুন) ভোরের দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় চর কর্নেশনা এলাকায় বিশু হালদারের জালে এটি ধরা পড়ে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, মানিকগঞ্জের জেলে বিশু হালদার সঙ্গীদের নিয়ে গতকাল রাতে মাছ ধরতে বের হন। আজ ভোরের দিকে জাল টানলে বড় পাঙাশ মাছটি পান তিনি।
মাছটি বিক্রির জন্য নিয়ে যান দৌলতদিয়া ঘাটের বাজারে। ১৯ কেজি ওজনের পাঙাশ মাছটি কিনে নেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা। তিনি বলেন, এক হাজার ২০০ টাকা কেজি দরে তিনি মাছটি কিনেছেন। মাছটি কিনেই তিনি দৌলতদিয়া ফেরি ঘাটে গিয়ে পানিতে ভাসিয়ে রাখেন। পরে ঢাকার এক গাড়ি ব্যবসায়ী মাছটি কিনে নেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।