পদ্মা নদীতে নৌকাডুবি : এখনো নিখোঁজ চার শ্রমিক

জুমবাংলা ডেস্ক : রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় এখনো চার শ্রমিক নিখোঁজ রয়েছেন। সোমবার (২ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে ডুবুরিরা তৎপরতা শুরু করলেও নদীতে প্রচণ্ড স্রোত থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।

এর আগে রোববার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী নগরীর ওপারে চর মাজারদিয়াড়সংলগ্ন নদীতে এ নৌকাডুবির এই ঘটনা ঘটে।

নিখোঁজ শ্রমিকরা হলেন: রাজু, সবুজ, মোহাম্মদ আলী ও ফারুক।

এলাকাবাসী জানান, ১৬ শ্রমিক পদ্মার চরে কাজে গিয়েছিলেন। কাজ শেষে সন্ধ্যায় ডিঙি নৌকায় বাড়ি ফেরার সময় তীব্র স্রোতে নৌকাডুবির এ ঘটনা ঘটে। এ সময় নৌকায় থাকা ১২ শ্রমিক সাঁতরে তীরে উঠলেও চার শ্রমিক নিখোঁজ রয়েছেন।

রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এ কে এম মুরশেদ জানান, ভোর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার তৎপরতা শুরু করেছেন। নদীতে প্রচুর স্রোত থাকায় সেভাবে উদ্ধার কাজ পরিচালনা করা যাচ্ছে না।

হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় রোগীর জীবন নিয়ে শঙ্কা