জুমবাংলা ডেস্ক : চাঁদপুরের শাহরাস্তিতে পদ্মা বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আহসান মো. হাবীব ফরিদ (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ জানুয়ারি) কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের টামটা দক্ষিণ ইউনিয়নের আলীপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় মোটরসাইকেলের অন্য আরোহী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৫টায় ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ও মোটরসাইকেল আরোহীর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান শিক্ষক ফরিদ।
জানা গেছে, নিহত ফরিদ ওই এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে। তিনি ৬০নং খেড়িহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে। পরে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মান্নান ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে যানবাহন চলাচলের ব্যবস্থা করেন। শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মান্নান জানান, বাসটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।