রিয়ন দে, চাঁদপুর: চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে এখন প্রতিদিন গড়ে দেড় থেকে দুই হাজার মণ ইলিশ আসছে। তবে এসব ইলিশের মধ্যে লোকাল অর্থাৎ পদ্মা-মেঘনার ইলিশ খুবই কম।
ইলিশ বিক্রেতা মোঃ শাহবুদ্দিন আজ (২ আগস্ট) জুমবাংলাকে বলেন, ‘বর্তমানে ঘাটে প্রচুর ইলিশ এলেও লোকাল ইলিশ একেবারেই কম। চট্টগ্রাম, হাতিয়া, লক্ষীপুরের ইলিশ এখানে বেশি আসতেছে। এখানে লোকাল পদ্মা-মেঘনার ইলিশ বড় সাইজেরটা কেজি প্রতি ১৫০০ টাকা এবং চট্টগ্রামের ইলিশ কেজি প্রতি ৫০০ থেকে ৬০০ টাকা বিক্রি হচ্ছে।’
ইলিশ ব্যবসায়ী ইউসুফ বন্দুকসী বলেন, ‘এখানে আসা অধিকাংশ ইলিশ মাছই ছোট, যা ওজনে ৪০০, ৫০০ ও ৬০০ গ্রাম হবে। এই ইলিশগুলো এখন ২২ থেকে ২৪ হাজার টাকা মণ প্রতি বিক্রি হচ্ছে। তবে আজকে লোকাল ইলিশ (পদ্মা-মেঘনার) মাছ প্রায় ১০০ মণ আমদানি হয়েছে। লোকাল ইলিশের দাম বেশি এবং সাইজেও বড়।’
তিনি আরও বলেন, ‘পদ্মা-মেঘনার ইলিশ এক কেজি সাইজেরটা ১ হাজার ৩০০ টাকা আর দেড় কেজির ইলিশটা ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ টাকা এবং ৮০০ গ্রামের ইলিশটা ১ হাজার টাকা দামে বিক্রি হচ্ছে। এখন দিন যতো যাবে ঘাটে লোকাল ইলিশের পরিমাণ বাড়বে।’
ঘাটের ৪৫ আড়তদার কেউ লোক ঠকায় না জানিয়ে চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত বলেন, ‘সাগরে অভিযানের পর থেকে এখানে ইলিশ আমদানি কিছুটা বেড়েছে। লোকে সাগরের ইলিশ বললেও আমরা সাগরের ইলিশ বলতে চাই না। আমরা বুঝি লালমোহন, ভোলা, চরফ্যাশন, হাতিয়া, স্বন্দীপ ও আলেকজেন্ডার থেকে আসা ইলিশ।’
তিনি বলেন, ‘কথা হচ্ছে ইলিশ মাছ গভীর পানির মাছ। তাই যেখানে পানির গভীরতা একটু বেশি সেইনেই ইলিশ থাকবে। এখন মোটামুটি মাছের আমদানি আছে। আজকেও চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে দেড় থেকে দুই হাজার মণ ইলিশের আমদানি হয়েছে। আশা করি দ্রুতই লোকাল পদ্মার ইলিশের দামও কমবে। আর বর্তমান ইলিশ মাছের যে দাম এখানে রয়েছে তা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই রয়েছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।