জুমবাংলা ডেস্ক: নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, `প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পদ্মা সেতু এখন বাস্তবতা। পদ্মা সেতুর নিরাপত্তা অনেক বড় কথা। এ সেতুতে আঘাত যেন আমাদের হৃদয়ে আঘাত।’
শুক্রবার মুন্সীগঞ্জের শিমুলিয়া ফেরিঘাট, শিমুলিয়া-বাংলাবাজার নৌরুট এবং শরীয়তপুরের মাঝিরকান্দিঘাট পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘পদ্মা সেতুর কোনো জায়গায় আঘাত আসলে বাংলাদেশের মানুষের হৃদয়ে আঘাত। যদিও এ ধরনের আঘাতে পদ্মা সেতুর নূন্যতম ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশের মানুষের হৃদয়ে ক্ষত তৈরি হচ্ছে, এ জায়গায় আমরা খুব বিব্রত হচ্ছি। সাধারণ মানুষের কাছে অপরাধী করে দিচ্ছে।’
তিনি বলেন, ‘পদ্মা সেতুর পিলারে ধাক্কার ঘটনাগুলো খতিয়ে দেখা হচ্ছে। দুর্বলতা, দায়িত্বহীনতা আসলে কোথায়, সেটিও দেখা হচ্ছে। যারা দায়িত্বহীনতার কাজ করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ফেরি চালাতে যে দক্ষতা তার প্রতিও গুরুত্ব দিচ্ছি। এ বিষয়ে ব্যবস্থা নিতে আমাদের কোনো দুর্বলতা নেই।’
খালিদ মাহমুদ চৌধুরী জানান, পদ্মা সেতু পুরোপরি চালু হলে মাদারীপুরের বাংলাবাজারঘাটের বাধ রক্ষায় শরীয়তপুরের জাজিরায় মাঝিরঘাটে ফেরিঘাট স্থানান্তরের বিষয়টি পরিকল্পনায় রয়েছে।
নৌপরিবহন সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, বিআইডব্লিউটিসির চেয়ারম্যামন সৈয়দ মো. তাজুল ইসলাম, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যােন কমডোর গোলাম সাদেক এবং পদ্মা সেতুর নিরাপত্তার ব্রিগেড প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান এ সময় উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।