জুমবাংলা ডেস্ক : এবার ঈদযাত্রায় পদ্মা সেতুতে একদিনে টোল আদায়ের দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড তৈরি হয়েছে। গতকাল শুক্রবার (১৪ জুন) ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত) সেতু পাড়ি দিয়েছে ৪৪ হাজার ৩৩টি যানবাহন। এতে টোল আদায় হয়েছে ৪ কোটি ৮৪ লাখ ৫৯ হাজার ৭৫০ টাকা।
এটি ঈদযাত্রায় একদিনে টোল আদায়ের দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড বলছে সেতু কর্তৃপক্ষ। পদ্মা সেতুর সাইট অফিসের সহকারী প্রকৌশলী রাজন চন্দ্র বিশ্বাস এ তথ্য ও বিষয়টি নিশ্চিত করেছেন।
সেতু সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার ২৪ ঘণ্টায় সেতুর মাওয়া প্রান্ত হয়ে ২৮ হাজার ৮৯৬টি ও জাজিরা প্রান্ত হয়ে ১৫ হাজার ১৩৭টি যানবাহন পাড়ি দেয় পদ্মা সেতু। এতে সেতুর রক্ষণাবেক্ষণের গাড়ি ছাড়া মাওয়া প্রান্তে ইটিসিএস, ক্রেডিটসহ আয় হয় ২ কোটি ৭৫ লাখ ১৯ হাজার ৬৫০ টাকা।
অন্যদিকে জাজিরা প্রান্তে আয় ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ১০০ টাকা। এর আগে পদ্মা সেতুর দ্বিতীয় সর্বোচ্চ টোল আদায় হয়েছিল গত ২০২৩ সালের ২৭ জুন। সেদিন সেতু দিয়ে ৪৩ হাজার ১৩৭টি যানবাহন পারাপার হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।