নিজস্ব প্রতিবেদক: পদ্মা সেতুতে গাড়ি থেকে নেমে ছবি তোলা কিংবা হাঁটার ওপর নিষেধাজ্ঞা থাকলেও আজ ভোরে যানবাহন চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়ার পর তা আর কেউ মানছেন না। গাড়ি থেকে নেমে যে যত পারছেন ছবি তুলছেন।
এরই মধ্যে গাড়িতে, বাসে এবং মোটরসাইলে কে প্রথম পদ্মা পাড়ি দিলো তা নিয়ে গণমাধ্যম সংবাদ প্রচার করেছে। লেডি বাইকার হিসেবে কে প্রথম পদ্মা পাড়ি দিলো সেটারও সংবাদ হয়েছে।
এসব সংবাদের মাঝে একটি ছবি হঠাৎ ভাইরাল। আর সেটি হচ্ছে পদ্মা সেতুতে গাড়ি থেকে নেমে প্রস্রাব করার ছবি। অনেকেই ছবিটি শেয়ার সামাজিক গণমাধ্যমে শেয়ার করে লিখেছেন, ‘পদ্মা সেতুতে প্রথম প্রস্রাব করা ব্যক্তিকে পাওয়া গেল।’
একজন পুলিশ কর্মকর্তা ছবিটি শেয়ার করে লিখেছেন, ‘আপনি এটা না করলেও পারতেন।’ আর একজন ছবিটি শেয়ার করে লিখেছেন, ‘এটা বাঙালিদের পক্ষেই সম্ভব।’
যুবকটিকে দ্রুত আইনের আওতায় আনারও দাবি করেছেন কেউ কেউ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুন্সিগঞ্জের মাওয়ায় গতকাল এক বণার্ঢ্য অনুষ্ঠানের মাধ্যমে স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিদেশী কূটনীতিকসহ হাজার হাজার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী টোলপ্লাজায় প্রথম টোল দেন এবং এরপর তিনি সেতুর মাঝামাঝিতে আকাশ থেকে বাংলাদেশ বিমান বাহিনীর প্রদর্শিত সেতুর ভার্চুয়াল রংধনু আকারের এয়ারিয়াল শো উপভোগ করেন।
পরে তিনি মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ঘাটে পদ্মা সেতুর উদ্বোধনী উপলক্ষে আয়োজিত আওয়ামী লীগের বিশাল সমাবেশে যোগ দিয়ে ভাষণ প্রদান করেন। স্বপ্নের পদ্মাসেতুর উদ্বোধনী সমাবেশে লাখো মানুষের ঢল নেমেছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।