বিনোদন ডেস্ক : বাংলাদেশের অন্যতম ‘মেগা প্রজেক্ট’ স্বপ্নের পদ্মা সেতু। চলতি বছরের জুনের মধ্যেই এটি চালু হবে বলে জানিয়েছে সরকার। দেশের সবচেয়ে দীর্ঘ এই সেতু দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বদলে দেবে বলে ধারণা করা হচ্ছে। তবে সবশেষ যে তথ্য জানা যাচ্ছে তাতে স্পষ্ট করেই বলে দেওয়া যায়, সেতুটি পার হতে গুনতে হবে মোটা অঙ্কের টোল।
পদ্মা সেতুর টোলের বিষয়ে গত ৭ এপ্রিল এক ভার্চুয়াল ব্রিফিংয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছিলেন, সেতু নির্মাণে যে পরিমাণ খরচ করেছি, সেটি পূর্ণমাত্রায় টোলে আদায় করা হবে। অন্যান্য প্রকল্প থেকেও টোল আদায় করা হচ্ছে। তবে এখানে কেবল টোল আদায় নয়, প্রফিটও করব। সারাবিশ্বেই এমনটি হয়ে থাকে।
পরবর্তীতে সেতু বিভাগ সূত্র জানায়, পদ্মা সেতুর প্রস্তাবিত টোলের হারে যানবাহন ভেদে গুনতে হবে ১০০ টাকা থেকে ৬ হাজার টাকারও বেশি। এরমধ্যে কার-জিপে ৭৫০ টাকা, বড় বাসে ২ হাজার ৪০০ টাকা এবং মাঝারি ট্রাকের (৮-১১ টন পর্যন্ত) ক্ষেত্রে ২ হাজার ৮০০ টাকা আদায় করা হবে। অন্যদিকে, যানবাহন ফেরিতে পার হতে এখন দিতে হয় ৭০ টাকা থেকে ৩ হাজার ৯৪০ টাকা পর্যন্ত। কার-জিপে ৫০০ টাকা, বড় বাসে ১ হাজার ৫৮০ টাকা এবং মাঝারি ট্রাক (৮-১১ টন পর্যন্ত) পারাপারে আদায় করা হয় ১ হাজার ৮৫০ টাকা।
অন্যান্য যানবাহনের ক্ষেত্রে পদ্মা সেতুতে যে হারে টোল আদায়ের প্রস্তাব করা হয়েছে
মোটরসাইকেল ১০০ টাকা, পিকআপ ১ হাজার ২০০ টাকা, মাইক্রোবাস ১ হাজার ৩০০ টাকা, ছোট বাস ১ হাজার ৪০০ টাকা, মাঝারি বাস ২ হাজার টাকা, ছোট ট্রাক ৫ টন পর্যন্ত ১ হাজার ৬০০ টাকা, মাঝারি ট্রাক (৫-৮ টন পর্যন্ত) ২ হাজার ১০০ টাকা, ৩ এক্সেল পর্যন্ত ট্রাক ৫ হাজার ৫০০ টাকা।
এসব যানবাহন ফেরিতে পার হতে যত লাগছে
মোটরসাইকেল ৭০ টাকা, পিকআপ ৮০০ টাকা, মাইক্রোবাস ৮৬০ টাকা, ছোট বাস ৯৫০ টাকা, মাঝারি বাস ১ হাজার ৩৫০ টাকা, ছোট ট্রাক (৫ টন পর্যন্ত) ১ হাজার ৮০ টাকা, মাঝারি ট্রাক (৫-৮ টন পর্যন্ত) ১ হাজার ৪০০ টাকা, ৩ এক্সেল পর্যন্ত ট্রাক ৩ হাজার ৯৪০ টাকা।
কর্মকর্তারা যা বলছেন
টোল আদায়ের হারের বিষয়টি নিয়ে সংশ্লিষ্টরা বলছেন, পদ্মাসেতুতে যে হারে টোল আদেয়ের প্রস্তাব করা হয়েছে, তাতে সেতুটি পার হতে ফেরির চেয়ে গড়ে দেড় গুণ বেশি অর্থ গুনতে হবে। যা বঙ্গবন্ধু বা যমুনা সেতুর টোলের চেয়ে প্রায় দ্বিগুণ। জুনে সেতুটি চালু হলে ১ জুলাই থেকে শুরু হতে পারে টোল আদায়। সেভাবেই প্রস্তুতি নিতে শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বঙ্গবন্ধু সেতুতে যে হারে টোল আদায় হচ্ছে
মোটরসাইকেল ৫০ টাকা, কার-জিপ ৫৫০, মাইক্রো-পিকআপ ৬০০ টাকা, ছোট বাস ৭৫০ টাকা, বড় বাস ১ হাজার টাকা, ছোট ট্রাক (৫ টন পর্যন্ত) ১ হাজার টাকা, মাঝারি ট্রাক (৫-৮ টন পর্যন্ত) ১ হাজার ২৫০ টাকা, মাঝারি ট্রাক (৮-১১ টন পর্যন্ত) ১ হাজার ৬০০ টাকা, ৩ এক্সেল পর্যন্ত ট্রাক ২ হাজার টাকা।
টোল আদায়ের হার কি চূড়ান্ত হয়ে গেছে
না, এখনও চূড়ান্ত হয়নি। সেতু বিভাগের যুগ্ম সচিব রাহিমা আক্তার দেশের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যমকে বলেছেন, পদ্মা সেতুর টোল আদায়ের হার কেমন হবে তা নির্ধারণ করা হয়েছে। দুই-এক মাসের মধ্যে অনুমোদনের জন্য সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। সে অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।