নিজস্ব প্রতিবেদক: পদ্মা সেতুর নাট খোলা বায়েজিদ যুবককে আটক করেছে পুলিশ। সিআইডির সাইবার ইন্টিলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নাট খুলে নিয়ে টিকটক ভিডিও আপলোড করা ওই যুবকের নাম বায়েজিদ তালহা। তাকে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে আটক করা হয়েছে।
ভাইরাল একটি ভিডিওতে দেখা গেছে, বায়েজিত নামের ওই ব্যক্তি পদ্মা সেতুর রেলিং থেকে হাত দিয়ে লোহার নাট খুলছেন এবং নাট খুলতে খুলতে তিনি বলছেন, ‘এই হলো পদ্মা সেতু আমাদের। আমাদের হাজার হাজার কোটি টাকার পদ্মা সেতু। নাট খুইল্লা…’
ভিডিওটি ছড়িয়ে পড়ায় আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।
নাম প্রকাশ না করার শর্তে একজন পুলিশ কর্মকর্তা বলেন, ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দুটি টিম পৃথক পৃথকভাবে অভিযান চালিয়েছে। তথ্য প্রযুক্তির সহায়তায় বায়েজিতের সন্ধান পাওয়া যায়। ঢাকাতেই তাঁর অবস্থান ছিল।
অভিযানে থাকা ওই পুলিশ কর্মকর্তা আরও বলেন, আমরা দুটো টিম সেখানে ছিলাম। প্রথমে সিআইডি তাকে মালিবাগের কার্যালয়ে নিয়ে গেছে জিজ্ঞাসাবাদের জন্য। এ বিষয়ে বিস্তারিত দ্রুতই জানানো হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।