জুমবাংলা ডেস্ক: পদ্মা সেতুর নাট-বল্টু খুলে ভিডিও করে তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টুইটারে স্ট্যাটাস দেয়ায় জড়িত মো. মেহেদী (২৫) নামে আরেক তরুণকে নোয়াখালী থেকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জুন) সকালে সংবাদমাধ্যমকে গ্রেফতারের বিষয়টি জানিয়েছেন ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপকমিশনার ফারুক হোসেন।
ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ইউনিট (সিটিটিসি) মেহেদীকে গ্রেফতার করে বলেও জানান তিনি।
গত ২৮ জুন নোয়াখালী থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ তাকে ঢাকায় নিয়ে আসে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন গ্রেফতার মেহেদীর বাবা মো. মনির হোসেন।
এর আগে, গত ২৭ জুন সন্ধ্যায় মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার ধীপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে জিজ্ঞাসাবাদের জন্য মেহেদীর বাবাকে নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আবার বাড়িতে পৌঁছে দেয়। তার দেয়া তথ্যের ভিত্তিতেই মেহেদীকে নোয়াখালী থেকে আটক করে পুলিশ।
‘পদ্মা সেতুর নাট খুইল্লা গেছে’ এমন মন্তব্য করে ফেসবুকে ভিডিও পোস্ট ও শেয়ার করে মেহেদী। পরে তা ভাইরাল হয়। এ ঘটনার পর বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায় সে।
মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার ধীপুর ইউনিয়নের রব নগরকান্দী গ্রামের মনির কাজীর বড় ছেলে মেহেদী।
এর আগে, গত ২৫ জুন দেশের সবচেয়ে বড় অবকাঠামো বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন ২৬ জুন ভোর থেকে এই সেতু যান চলাচলের জন্য খুলে দেয় কর্তৃপক্ষ।
অন্যদিকে কাইসার ৭১ (Kaisar71) নামক একটি টিকটক অ্যাকাউন্টের লোগো লাগানো ৩৬ সেকেন্ডের সেতুর রেলিংয়ের নাট-বল্টু খোলার ভিডিওটি মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
ভিডিওতে দেখা যায়, এক যুবক পদ্মা সেতুর কংক্রিটের রেলিংয়ের ওপর দিয়ে লোহার রেলিংয়ের দুটি নাট খুলছেন। এই নাট দুটি দিয়ে লোহার রেলিংটি আটকানো রয়েছে কংক্রিটের রেলিংয়ের সঙ্গে। এরপর সেই যুবক নাট দুটি বাঁহাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খুলে ডানহাতে নেন এবং আবার বাঁহাতের ওপর রাখেন।
নাট দুটি খুলে হাতের ওপর রেখে বলেন, ‘এই হলো আমাদের পদ্মা সেতু। আমাদের হাজার হাজার কোটি টাকার পদ্মা সেতু।’ এ সময় পাশ থেকে আরেকজনকে বলতে শোনা যায়, ‘নাট খুলে ভাইরাল করে দিয়েন না।’
ভিডিওটি বায়েজিদের টিকটক অ্যাকউন্টে আপলোড করার পর ফেসবুকেও সেটি ভাইরাল হয়। তবে রোববার বিকেলে এই অ্যাকাউন্টে ‘প্রাইভেট’ করা অবস্থায় দেখা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ভিডিও ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে তীব্র সমালোচনা। ওই যুবকের এমন কাণ্ড দেখে অনেকেই তার শাস্তি দাবি করেন।
রবিবার (২৬ জুন) সন্ধ্যায় পদ্মা সেতুর রেলিংয়ের নাট খুলে টিকটক বানানো বায়েজিদ তালহাকে রাজধানীর শান্তিনগর থেকে আটক করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
এরপর পদ্মা সেতুর রেলিং থেকে নাট খুলে নেয়ার ঘটনায় দায়ের করা মামলায় সোমবার (২৭ জুন) আসামি বায়েজিদ তালহার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন শরীয়তপুরের আদালত।
সিআইডি জানায়, পদ্মা সেতুর রেলিংয়ের নাট খোলা ওই যুবকের নাম বায়েজিদ তালহা। তার বাড়ি পটুয়াখালীতে। তিনি রাজধানীতে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।