বিনোদন ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদের চেয়ারে বসেছেন চিত্রনায়ক জায়েদ খান। হাইকোর্টে থেকে রায় পেয়েই তিনি ওই চেয়ারের দখল নেন। হাইকোর্ট জায়েদ খানের প্রার্থিতা বৈধ ঘোষণা করে রায় দিয়েছিল গতকাল বুধবার (২ মার্চ)। আর আজ বৃহস্পতিবার (৩ মার্চ) হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করেছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার।
সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আপিল দায়ের করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন নিপুণের আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান।
তিনি বলেন, হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আমরা আপিল করেছি।
চলচিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে দ্বন্দ্বে চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী ঘোষণা করে আপিল বোর্ডের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এ রায়ের ফলে সমিতির নির্বাচনে জায়েদ খানকে সাধারণ সম্পাদক হিসেবে কমিশনের সিদ্ধান্ত বহাল থাকলো। এতে চিত্রনায়ক জায়েদ খানই থাকছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক।
হাইকোর্টের এই রায়ে জায়েদ খান ৩ বার ‘আলহামদুলিল্লাহ’ জানিয়ে গণমাধ্যমকে বলেন, আদালতের রায়ের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। আমি জানতাম ন্যায়বিচার আমি পাব, তাই হয়েছে। আমি ন্যায়বিচার পেয়েছি।
এদিকে আদালতের এ রায়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় চিত্রনায়িকা নিপুণণ জানিয়েছেন, তিনি ন্যায়বিচার পাননি। আদালত তার তথ্য প্রমাণ দেখেনি, এর জন্য তিনি সঠিক বিচার পাননি।’
তবে আদালতের এ রায়ে সম্মান জানিয়েছেন তিনি। কিন্তু রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করবেন বলেও জানান তিনি। গতকাল আদালত চত্ত্বরে এ কথা জানিয়ে নিপুণ বলেন, ‘এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করব, তার আগে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে এই রায়কে স্থগিত চেয়ে আবেদন করব।’
প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারি শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। পরদিন প্রাথমিক ফলে জায়েদ খানকে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী ঘোষণা করা হয়। পরে নির্বাচনি আপিল বোর্ডের কাছে এ নিয়ে লিখিত অভিযোগ করেন নিপুণ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।