স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক রিকি পন্টিংকে ছাড়িয়ে টেস্ট ক্যাপ্টেন হিসেবে দ্রুততম পাঁচ হাজার রানের রেকর্ড গড়েছেন বিরাট কোহলি।
শুক্রবার কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশ দলের বিপক্ষে টেস্টে ৩২ রান করার মধ্য দিয়ে পন্টিংকে ছাড়িয়ে যান কোহলি। পন্টিং ৫৪ টেস্টের ৯৭ ইনিংসে ৫ হাজার রান পূর্ণ করেন। অন্যদিকে বিরাট কোহলি ৫৩ টেস্টে ৮৬ ইনিংসে পাঁচ হাজার রান করেন।
টেস্ট ক্রিকেটে ভারতীয় অধিনায়ক হিসেবে আগেই সর্বোচ্চ রানের মালিক ছিলেন তিনি। ঘরের মাঠে সবশেষ আট ইনিংসে ২৩৫, ২০৪, ১০৪, ২১৩, ২৪৩, ৫০, ১৩৯, ২৫৪* রান করা কোহলি।
শুক্রবার কলকাতায় ঐতিহাসিক দিবা-রাত্রির টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে অপরাজিত ৫৯ রান করেন কোহলি। এদিন বাংলাদেশের করা ১০৬ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ১৭৪ রান করে ভারত। আটটি চারের সাহায্যে ৫৯ রান করার পথে অধিনায়ক হিসেবে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন কোহলি।
ভারতীয় টেস্ট অধিনায়ক হিসেবে ৬০ ম্যাচে ৩ হাজার ৪৫৪ রান করেন মহেন্দ্র সিং ধোনি। মাত্র ৫৩ টেস্টেই ধোনির সেই রান ছাড়িয়ে যান কোহলি।
ভারতের হয়ে এছাড়া ৪৭ টেস্টে ৩ হাজার ৪৪৯ রান করেন সুনীল গাভাস্কার। ৪৭ টেস্টে ২ হাজার ৮৫৬ রান করেন মোহাম্মদ আজহার উদ্দিন।
তবে টেস্ট অধিনায়ক হিসেবে বিশ্বে সবচেয়ে বেশি রান করেছেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার গ্রায়েম স্মিথ। তিনি ১০৯ টেস্টে ৮ হাজার ৬৫৯ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ৬ হাজার ৬২৩ রান করেন অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যালান বর্ডার। ৬ হাজার ৫৪২ রান করে তৃতীয় পজিশনে অস্ট্রেলিয়ান কিংবদিন্ত অধিনায়ক রিকি পন্টিং।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।