পবিত্র আশুরা উপলক্ষে শোক ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানী ঢাকায় শুরু হয়েছে ঐতিহাসিক তাজিয়া মিছিল। রবিবার (৬ জুলাই) সকাল ১০টার পর লালবাগের হোসেনি দালান ইমামবাড়া থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই শোকযাত্রা।
চার শতাব্দীর পুরনো এই ইমামবাড়ায় ভোর থেকেই জড়ো হতে থাকেন ঢাকাসহ আশপাশের অঞ্চল থেকে আগত হাজারো শিয়া মুসলিম। মিছিলে অংশগ্রহণকারীদের অধিকাংশই কালো পোশাক পরেছিলেন, যা শোকের প্রতীক হিসেবে বিবেচিত। অনেকের হাতে ছিল কারবালার স্মৃতিবাহী প্রতীক—ছুরি, আলাম, নিশান, বেস্তা ও বইলালাম।
মিছিলের পরিবেশ ছিল আবেগঘন ও ভারাক্রান্ত। ‘হায় হোসেন, হায় হোসেন’ শোকধ্বনিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। এই শোকযাত্রাটি আজিমপুর, নীলক্ষেত, নিউ মার্কেট ও সায়েন্সল্যাব হয়ে ধানমন্ডিতে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
মিছিলে অংশ নেওয়া একজন অংশগ্রহণকারী মহব্বত জানান, “এই দিনটি আমাদের জন্য গভীর শোকের। ইমাম হোসেন ও তার পরিবারের শহীদ হওয়ার ঘটনাকে আমরা চিরদিন স্মরণে রাখি। প্রতিবছর এই মিছিলে অংশ নিয়ে তাদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানাই।”
তাজিয়া মিছিল নির্বিঘ্ন করতে হোসেনি দালান ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন রয়েছে সেনাবাহিনী, র্যাব, সোয়াট ও অতিরিক্ত পুলিশ সদস্য।
বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে দেখানোর চেষ্টা হচ্ছে: মির্জা ফখরুল
উল্লেখ্য, হিজরি ৬১ সালের ১০ মুহাররম কারবালার প্রান্তরে ইয়াজিদের বাহিনীর হাতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)–এর প্রিয় দৌহিত্র ইমাম হোসেন (আ.) ও তার পরিবারের নির্মমভাবে শহীদ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রতিবছর শিয়া সম্প্রদায় আশুরার দিন এই তাজিয়া মিছিলের আয়োজন করে থাকেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।