বিনোদন ডেস্ক: পবিত্র ওমরাহ পালন করতে প্রথমবারের মতো সৌদি আরব গেছেন সংগীতশিল্পী ফাহমিদা নবী। তার সঙ্গে সেখানে গেছেন ছোট বোন অন্তরাসহ কয়েকজন আত্মীয়স্বজন।
গত বৃহস্পতিবার (১১ নভেম্বর) মদিনায় গেছেন তারা। সেখানে প্রার্থনাও করেছেন। আগামী বৃহস্পতিবার (১৮ নভেম্বর) মক্কায় গিয়ে ওমরাহ পালন করবেন এই গায়িকা।
ফাহমিদা নবী বলেন, ‘ পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরব এসেছি প্রথমবারের মতো। এখানকার পরিবেশ এবং যা দেখছি তা মুখে বলে প্রকাশ করার মতো নয়। মদিনায় দারুণ শান্তি পেয়েছি। এখন মক্কা যাওয়ার জন্য অপেক্ষায় আছি। সত্যি বলতে অনেক ভালো অনুভূতি হচ্ছে। দোয়া করবেন আল্লাহপাক যেন আমাদের কবুল করেন।’
সেখানে তোলা নানা মুহূর্তের ছবি ফেসবুকে পোস্ট দিয়েছেন ফাহমিদা নবী। হোটেলের জানালা থেকে তোলা একটি ছবিতে প্রিয় নবীর রওজা মোবারক দেখা যাচ্ছে। এছাড়াও পরপর কয়েকটি পোস্টে আরও অনেক ছবি যুক্ত আছে।
ওমরাহ পালন শেষে আগামী ২৩ নভেম্বর দেশে ফিরবেন ফাহমিদা নবী। দেশে ফিরেই নতুন কাজে হাত দেবেন এই গায়িকা।
এদিকে দীর্ঘদিন বিরতির পর ছোট ভাই সুরকার সংগীত পরিচালক পঞ্চমের সুরে একটি নতুন গানে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী ফাহমিদা নবী। ‘প্রাচীন দীর্ঘশ্বাস’ শিরোনামে এ গানটির কথা লিখেছেন জামাল হোসেন। এরই মধ্যে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। এ প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, ‘আমার ছোট ভাই পঞ্চম নিঃসন্দেহে মেধাবী সুরকার। ওর কাজের আলাদা একটি ধরন আছে।
তাই তার সুরে গাইতে স্বাচ্ছন্দ্যবোধ করি। এবারের গানটির কথা যেমন সুন্দর, সুরটাও দারুণ। সব মিলিয়ে আমি এ গানটির সাফল্য নিয়ে আশাবাদী।’ জানা গেছে, গানটি রঙ্গন মিউজিক থেকে শিগ্গির প্রকাশ হবে। এদিকে ফাহমিদা তার শিক্ষার্থীদের নিয়ে একটি নতুন গানের অ্যালবাম তৈরি করছেন। এটিও প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন তিনি। পাশাপাশি টিভি চ্যানেলগুলোর সংগীতবিষয়ক অনুষ্ঠানে নিয়মিত পারফরম করছেন।
তাছাড়া বেশকিছুদিন আগে ফাহমিদা নবী নতুন দশ’জন সঙ্গীতশিল্পীকে দিয়ে একটি করে গান করিয়েছিলেন। প্রতিটি গানের কথা ও সুর তিনি নিজেই করেছেন। গানগুলোর সঙ্গীতায়োজন করছিলেন প্রয়াত সঙ্গীত পরিচালক বর্ণ। ফাহমিদা নবী বলেন, ‘দশটি গানে আমাকে অনেক সময় ও শ্রম দিতে হয়েছে। গানগুলোর সাথে আমার অনেক স্বপ্ন জড়িত। প্রত্যেকটি গান আবেগতাড়িত হবার মতো। যারা গেয়েছেন তাদের প্রত্যেকেরই স্বপ্ন গানগুলোকে ঘিরে। দশটি গান গেয়েছেন ফাহমিদা রহমান, ফাহমিদা ফামি, শাকিলা, জেনেসা, সোহেল, পিলু, শাম্মী, শাকিল, ফাগুন, রাবু। ফাহমিদা নবী জানান, গানগুলোর স্টুডিও ভার্সন শেষে আমার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করব। এদিকে এরইমধ্যে ফাহমিদা নবী সম্প্রতি ‘তোমার দুচোখ বেয়ে’ শিরোনামের একটি গান গেয়েছেন।
কিছুদিন আগে প্রকাশিত হয়েছে, ‘হেরে যাওয়ার গল্প’ গানটি। এটি অচিনপুর’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। ফাহমিদা নবী জানান, তার সুরে এখন পর্যন্ত গেয়েছেন সৈয়দ আব্দুল হাদী, শাকিলা জাফর, সামিনা চৌধুরী, বাপ্পা মজুমদার প্রমুখ। উল্লেখ্য, ফাহমিদা নবী ‘দূরদেশ’ সিনেমায় তিনি প্রথম প্লে-ব্যাক করেন। নির্ঝরের ‘আহা’ সিনেমায় প্লে-ব্যাকের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন।
বিদেশিদের নাগরিকত্ব দিচ্ছে সৌদি আরব, সুবর্ণ এই সুযোগ যারা পাবেন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।