আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে শুক্রবার (২৪ এপ্রিল) ছিল রমজানের প্রথম দিন। তবে প্রথমদিন মক্কার মসজিদুল হারাম ছিল অনেকটাই মুসল্লিশূন্য। করোনার কারণে পবিত্র স্থানটি বন্ধ রেখেছে সৌদি আরবের কর্তৃপক্ষ।

এদিকে, প্রথম রোজায় পবিত্র মক্কা দেখতে কেমন, আকাশ থেকে ভিডিও করে তা প্রকাশ করেছে সংবাদমাধ্যম আল-আরাবিয়াহ। রোজায় এত নীরব মক্কা হয়ত এর আগে কেউ দেখেনি।
এর আগে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ বলেন, বৈশ্বিক মহামারীর এই কঠিন পরিস্থিতির ভেতরেই রমজান এসে পড়ায় তিনি ব্যথিত।
তিনি বলেন, আমি ব্যথিত যে পবিত্র মাসটি এমন এক পরিস্থিতিতে এসেছে, যখন জামায়াতে নামাজ ও তারাবিহ আদায় অসম্ভব। কারণ করোনা মহামারীর প্রতিরোধে মানুষের জীবন ও স্বাস্থ্য রক্ষায় পূর্বসতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে।
বৃহস্পতিবার রাতে প্রথম তারাবিতে ইমান, মুয়াজ্জিন, নিরাপত্তা ও পরিচ্ছন্নকর্মী ছাড়া মসজিদে কাউকে ঢুকতে দেয়া হয়নি। টেলিভিশনে সম্প্রচারিত ভিডিওতে সেই দৃশ্য দেখা গেছে।
ভিডিও : Voice of America
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



