পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ১২ হাজার ৩০৬ জন হাজী

ফাইল ছবি

জুমবাংলা ডেস্ক: পবিত্র হজ পালন শেষে ৩৩টি ফিরতি হজ ফ্লাইটে দেশে ফিরেছেন ১২ হাজার ৩০৬ জন হাজী।

আজ হজ বুলেটিনে এই তথ্য জানিয়ে বলা হয়, বাংলাদেশ বিমানের ১৩টি ও সৌদি এয়ারলাইন্সের ১৬টি এবং এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ৪টি বিমানে এসব হজ যাত্রীরা দেশে ফিরেছেন।

আগামী ৪ আগস্ট পর্যন্ত বাংলাদেশের হাজীদের হজ ফ্লাইট পরিচালিত হবে। গত ১৪ জুলাই ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে। চলতি বছর ১৬৫টি হজ ফ্লাইটে বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৪৬ জন হজ যাত্রী সৌদি আরব গিয়েছেন।

সৌদি আরবে বাংলাদেশের চিকিৎসা কেন্দ্র হতে ২৭ হাজার ৭৩ জন হজযাত্রীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।