জুমবাংলা ডেস্ক : নগরের পাহাড়তলী থানার আব্দুল আলী নগর দারুস সুন্নাহ্ আল ইসলামিয়া মাদ্রাসার হেফজ বিভাগের দুই ছাত্রকে পরকালের ভয় দেখিয়ে বলাৎকার করায় আজিজুর রহমান আজিজ (২৬) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার ( ২৭ মে) বিকেলে বলাৎকারের ঘটনা স্বীকার করে আদালতে শিক্ষক জবানবন্দি দিয়েছে বলে বাংলানিউজকে জানিয়েছেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. হাসান ইমাম।
গ্রেফতার আজিজ কক্সবাজার জেলার উখিয়া থানার বটতলী পালংখালী এলাকার মৃত আব্দুস সালামের ছেলে।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. হাসান ইমাম বাংলানিউজকে জানান, ইহকাল ও পরকালের ভয় দেখিয়ে কোমলমতি দুই ছাত্রকে বলাৎকার করে আসছিল আজিজুল হক। এ বিষয়ে অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। আদালতে পাঠানো হলে তিনি স্বেচ্ছায় বলাৎকারের ঘটনা স্বীকার করে আদালতে ১৬৪ ধরায় জবানবন্দি দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।