রংপুরের পীরগাছা এলাকায় পরকীয়া প্রেমের জেরে জেসমিন নাহার কাকলি (৩১) নামে দুই সন্তানের এক জননীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তার স্বামী আবু রায়হান মিয়ার বিরুদ্ধে। ঘটনার পর নিহতের মরদেহ বুধবার ভোরে অ্যাম্বুলেন্সযোগে তার বাবার বাড়িতে রাখা হয়, তবে স্বামী পালিয়ে গেছেন বলে পরিবার জানিয়েছে।
পুলিশ ও নিহতের পরিবারের অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার দিনভর গাজীপুরের কোনাবাড়িতে ভাড়া বাসায় আবু রায়হান তার স্ত্রীকে পিটিয়ে হত্যা করেন। তাদের সংসারে ১১ ও ৪ বছর বয়সী দুটি ছেলে রয়েছে। বিবাহের পর কাকলি শ্বশুরবাড়িতে থাকলেও প্রায় ৮ মাস আগে স্বামী তাকে গাজীপুরে তার কর্মস্থল সংলগ্ন ভাড়া বাসায় নিয়ে যান। সম্প্রতি আবু রায়হান পরকীয়ায় জড়িয়ে পড়ায় দম্পতির মধ্যে অশান্তি শুরু হয়।
নিহতের বাবা ইলিয়াস খান বলেন, “মেয়ের সুখের সংসার ছিল। গাজীপুরে নিয়ে যাওয়ার পর জামাতা পরকীয়ায় জড়িয়ে পড়েছে। বিষয়টি জানাজানির পর বিরোধের জেরেই আমার মেয়েকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পরে লাশ বাড়িতে রেখে পালিয়ে গেছেন।”
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া জানিয়েছেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামীকে গ্রেফতারের চেষ্টা চলছে এবং মামলার প্রস্তুতি চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।