পরকীয়া প্রেমের মামলায় জামিন চাইতে গিয়ে জেলে প্রেমিক

জুমবাংলা ডেস্ক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরকীয়ার দায়ে সাজাপ্রাপ্ত আসামি মাজহারুল ইসলামের (৪২) জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। মাজহারুল বুধবার (৬ মার্চ) আদালতে উপস্থিত হয়ে জামিন চাইলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।

এর আগে গত সোমবার মাজহার ও তার পরকীয়া প্রেমিকা রওশন আরা জাহানকে (৩৩) ছয় মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করে আদালত।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৫ সালে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদি গ্রামের মো. মাসুদুর রহমান সরকারের সঙ্গে একই গ্রামের রওশন আরা জাহানের বিয়ে হয়। তাদের এক ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর রওশন আরা জাহান মাজহারুল ইসলামের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়ে পড়েন। পরবর্তীতে ২০২১ সালের ১২ মার্চ স্বামীর ঘরে আলমারিতে রক্ষিত নগদ ১২ লাখ ২৫ হাজার টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার নিয়ে রওশন আরা জাহান মাজহারুল ইসলামের সঙ্গে পালিয়ে যান। এ ঘটনায় মো. মাসুদুর রহমান সরকার নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (ক অঞ্চল) আদালতে গত ২০২১ সালের ২৪ মার্চে তাদের দুজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। প্রায় তিন বছর বিচারকার্য শেষে মামলায় অপরাধ প্রমাণিত হওয়ায় নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪র্থ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব কাউসার আলম ৪ মার্চ দুপুরে এ রায় ঘোষণা করেন। এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা অনুপস্থিত ছিলেন।

পরবর্তীতে বুধবার পরকীয়া প্রেমিক মাজহারুল ইসলাম বিজ্ঞ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তাকে জামিন না দিয়ে জেলহাজতে প্রেরণ করেন।