
এলাকাবাসীর অভিযোগ, আটক শিক্ষক-শিক্ষিকার মধ্যে দীর্ঘদিন ধরে পরকীয়া চলছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) শাহপুর বিদ্যালয়ের একটি কক্ষ থেকে এলাকাবাসী ওই দুই শিক্ষককে আটক করে।
তবে বিষয়টি ষড়যন্ত্র দাবি করে প্রধান শিক্ষক খাইরুল বাশার মিনহাজ বলেন, একটি জরুরি কাজে ওই শিক্ষিকা আমার বাসায় এসেছিলেন। কতিপয় লোকজন জোরপূর্বক আমাদের আটক করে পুলিশে দেয়।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ রনজিত রায় বলেন, এলাকাবাসী তাদের সন্দেহাতীতভাবে আটক করে। তাদের ৫৪ ধারায় হাজাতে পাঠানো হয়েছে, তদন্ত অব্যাহত আছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



