জুমবাংলা ডেস্ক : যশোরের চৌগাছা উপজেলায় পরকীয়া প্রেমে আসক্তি, স্ত্রী-সন্তানদের ভরণ-পোষণ না দেওয়া, তাদের শারীরিকভাবে নির্যাতন এবং বাড়িতে তালাবদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে সেখানকার এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় শিক্ষকের স্ত্রী যশোর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।
ওই শিক্ষকের নাম আসলাম উদ্দিন। গত ২৯ জুলাই তার বিরুদ্ধে পাওয়া অভিযোগ তদন্ত করে সরেজমিনে প্রতিবেদন জমা দেওয়ার জন্য চৌগাছা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।
গতকাল বুধবার আসলাম উদ্দিনকে ডেকে নেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। আজ বৃহস্পতিবার তিনি জানান, আসলাম উদ্দিনের বিরুদ্ধে তার স্ত্রী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। তার পরিপ্রেক্ষিতে তদন্ত করতে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ডিপিও মহোদয় সেটি এক সপ্তাহের মধ্যে তদন্তকরে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। সে কারণে আসলাম উদ্দিনকে অফিসে ডাকা হয়। তদন্ত চলছে।
অফিসে ডেকে আসলাম উদ্দিনকে কি কি জিজ্ঞেস করা হয়েছে জানতে চাইলে কিছু বলেননি এই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।
কী লেখা হয়েছে ২৯ জুলাইয়ের অভিযোগে
আসলাম উদ্দিনের স্ত্রী তার অভিযোগে লিখেছেন- ৩০ বছর আগে আমাদের বিয়ে হয়। আমাদের দুটি সন্তান আছে। আমাদের মেয়ে (নাম উল্লেখ করে) এমএ পাস করেছে। এখনো বিয়ে হয়নি। ছেলে (নাম উল্লেখ করে) নবম শ্রেণির ছাত্র। আমার স্বামী দীর্ঘদিন যাবত পরকীয়া প্রেমে আসক্ত। বিগত ৪-৫ বছর যাবত তিনি আমাদের উপর নির্যাতন করে আসছেন। প্রায়ই আমাকে শারীরিকভাবে নির্যাতন করে আহত করে। আমি চিকিৎসকরেও শরণাপন্ন হয়েছি। যার প্রমাণ আমার দুই সন্তান দেবে।
ওই নারী আরও লিখেছেন- শত অত্যাচার নির্যাতন করলেও সন্তানদের মুখের দিকে তাকিয়ে আমি স্বামীর সংসারে আছি। বিগত ৪ বছর যাবত আমার স্বামী আমাকে ও আমার সন্তানকে কোনো ভরণ-পোষন দেয় না। আমাকে ও তাদের নির্যাতন করে। তাই আমার বাবা মায়ের সহযোগীতায় সন্তানদের নিয়ে মানবেতর জীবনযাপন করছি। আমার স্বামী যখন তখন ঘরে তালাবদ্ধ করে রাখে। আমি সন্তানসহ স্বামীর বাড়িতে মানবেতর জীবনযাপন করিতেছি। তার অনৈতিক কাজের প্রতিবাদ করেও তাকে ফেরাতে পারিনি। গত জানুয়ারি মাস থেকে তার অত্যাচারের মাত্রা বৃদ্ধি পাওয়ায় আমি ও আমার সন্তান সহ্যসীমা অতিক্রম করায় মানবিক কারণে আমি আপনার শরণাপন্ন হয়েছি।
শিক্ষক আসলাম উদ্দিনের ব্যবহৃত দুটি মোবাইল নম্বরে অভিযোগ সম্পর্কে জানতে কল করা হয়। কিন্তু তিনি রিসিভ করেননি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।