
স্পোর্টস ডেস্ক : বড়সড় একটা ধাক্কা খেলেন ইকার্দি। বান্ধবী ওয়ান্ডা নারার সঙ্গে বিচ্ছেদ হয়েছে তার। ইকার্দির জীবন থেকে সরে দাঁড়িয়েছেন স্বদেশি সতীর্থ ম্যাক্সি লোপেজের সাবেক স্ত্রী। ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়া থেকে ইকার্দিকে আনফলো করেছেন তিনি।
২০০৮ সালে ইকার্দির সতীর্থ আরেক আর্জেন্টাইন লোপেজের সঙ্গে বিয়ে হয়েছিল ওয়ান্ডার। তিন সন্তান নিয়ে ছিল তাদের সুখের সংসার। কিছুদিন পরেই লোপেজের ক্লাব ইতালির সাম্পদোরিয়ায় আসেন ইকার্দি। এসেই বন্ধুর বউকে পছন্দ হয়ে যায় তার। একসময় বন্ধু লোপেজের অগোচরে তার স্ত্রীর সঙ্গে পরকীয়া শুরু করেন ইকার্দি।
এর সূত্র ধরে নিজ স্ত্রীর সঙ্গে বন্ধুর পরকীয়ার খবর জানতে পারে লোপেজ। পরে ২০১৩ সালের ডিসেম্বরে বিবাহবিচ্ছেদের আবেদন করেন লোপেজ। রাস্তা পরিষ্কার থাকায় ২০১৪ সালের মে’তে ইকার্দি ও ওয়ান্ডা বিয়ে করেন।
এরপর থেকেই ইকার্দি ও ওয়ান্ডা একসাথে সংসার শুরু করেন। ইকার্দিও এজেন্টের দায়িত্বও পালন করেন তার বন্ধুর সাবেক স্ত্রী। দীর্ঘদিন সংসার করার পরে এবার শোনা যাচ্ছে তাদের বিচ্ছেদের গুঞ্জন। এখনো অফিসিয়ালি বিচ্ছেদ না হলেও ইনস্টাগ্রামে ইকার্দিকে আনফলো করেছেন নারা। দুজনের প্রেমময় সব ছবিও মুছে দিয়েছেন।
এতকিছুর মূলে রয়েছে, ইকার্দির নতুন পরকীয়া কাণ্ড। নিজ স্ত্রী থাকা সত্ত্বেও নতুন করে চায়না সুয়ারেজ নামের এক আর্জেন্টাইন মডেলের প্রেমে পড়েছেন তিনি। জানা গেছে, ইকার্দির ফোনের মেসেজ চেক করতে গিয়েই ইকার্দির পরকীয়া সম্পর্কে জানতে পারেন তার স্ত্রী। চায়না সুয়ারেজ ইকার্দিকে মেসেজে লিখেছেন, ‘একদিন আমাদের দেখা করে অন্তরঙ্গ হতে হবে। এমন এক জায়গায়, যেখানে তোমাকে কেউ চেনে না!’
স্ত্রীর কাছে ধরা পড়ে এখন তার রাগ ভাঙাতে ব্যস্ত পিএসজির তারকা এই স্ট্রাইকার। দলের অনুশীলন বাদ দিয়ে ওয়ান্ডার পিছু পিছু ঘুরছেন তিনি। ইনস্টাগ্রামে স্ত্রীর সঙ্গে একের পর এক প্রেমময় পোস্ট দিয়ে যাচ্ছেন ইকার্দি। কিন্তু তাও রাগ কমছে তা আর্জেন্টাইন তারকার স্ত্রীর।
উল্টো গতকাল ইনস্টাগ্রামে নিজের পাঁচ আঙুলের ছবি দিয়েছেন ওয়ান্ডা। যেখানে দেখা যাচ্ছে তার আঙুলে নেই বিয়ের আংটি। হয়তো ইকার্দির সাথে আর সংসার করার ইচ্ছা নেই তার। হাতের পাঁচ আঙুলের ছবি পোস্ট করে ওয়ান্ডা লিখেছেন, ‘শুভ সকাল। আংটি ছাড়াই আমার হাতকে বেশ পছন্দ করছি!’
এর আগে ইকার্দির স্ত্রী নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘একটা বাজে মেয়ের জন্য আরেকটা পরিবার নষ্ট করলি তুই!’ কিন্তু কিছু সময় পরেই সেই স্টোরি মুছে দেন তিনি। যদিও এর স্ক্রিনশট আগেই ছড়িয়ে পড়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


