
আলিপুরদুয়ারের পুলিশ সুপার ভোলানাথ পান্ডের নির্দেশে ছড়িয়ে পড়া ভিডিওটির সত্যতা যাচাই শুরু হয়। এরপর তদন্তে নামে কুমারগ্রাম থানার পুলিশ। আহত মহিলাকে উদ্ধার করে রোববার রাতে লিখিত অভিযোগ নেয় পুলিশ। আর তারপরই ৩ যুবককে আটক করে পুলিশ। পরে সোমবার (১৪ জুন) তাদের আলিপুরদুয়ার আদালতে তোলা হলে ১২ দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেয়া হয়।
এদিকে সালিশি সভা সম্পর্কে জানা যায়, আলিপুরদুয়ারের কুমারগ্রাম ব্লকের খোয়ারডাঙ্গা চেংমারি গ্রামের এক আদিবাসী মহিলার সঙ্গে পার্শ্ববর্তী গ্রামের এক যুবকের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। শনিবার রাতে তাদের নিয়ে সালিশ ডাকে মাতব্বররা। আর তখনই হেনস্তা করা হয় মহিলাকে। ছড়িয়ে দেয়া ছবি ভাইরাল হয়ে যায়। মহিলা ১১ জনের নামে অভিযোগ করে।
সোমবার (১৪ জুন) সন্ধ্যায় জেলা পুলিশ সুপার ডা. ভোলানাথ পান্ডে জানিয়েছেন, এ ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সূত্র : জি-নিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



