স্পোর্টস ডেস্ক: যুব বিশ্বকাপের ফাইনাল ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন টাইগার যুবা অধিনায়ক আকবর আলি। পচেফস্ট্রুমে স্বপ্নের ফাইনালে শুরুটা ভালো করে বাংলাদেশ। ভারতীয় ওপেনার দিভ্যানাশ সাকসেনাকে মাত্র ২ রানেই ফিরিয়েছেন অভিষেক দাস।
সাকসেনা ১৭ বল মোকাবিলা করে রান করেছেন মাত্র ২। প্রথম উইকেটের দেখা দ্রুত মিললেও এরপর আর কোন উইকেটের দেখা পায়নি টাইগার যুবারা। দ্বিতীয় উইকেটে এসে ইয়াশভি জাইসওয়াল ও তিলক ভার্মা ৯৪ রানের জুটি করে ভোগান্তিতে টাইগার যুবারদের ভোগান্তিতে ফেলে দিয়েছিলো ভারতীয় শিবিররা।
অবশেষে ১০৩ রানের মাথায় এসে তিন নম্বর অবস্থানে ব্যাট করতে নামা তিলক ভার্মাকে প্যাভিলিয়নের পথ দেখান পেসার তানজিম হাসান সাকিব। ব্যক্তিগত ৬৫ বল থেকে ৩৮ রান করে শরিফুল ইসলামের হাতে ক্যাচ তুলে দেন ভার্মা।
এইখানেই থামেননি টাইগার বোলাররা। ইনিংসের ৩২তম ওভারে এসে স্পিনার রাকিবুল হাসান দলকে তিন নম্বর উইকেটটি উপহার দেন। ভারতীয় দলের অধিনায়ক প্রিয়াম গর্গকে ৭ রানে্র মাথায় প্যাভিলিয়নের রাস্তা দেখান তিনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতীয় দলীয় সংগ্রহ দাঁড়িয়েছে ৩৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১৭ রান।
বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, মাহমুদুল হাসান জয়, তাওহিদ হৃদয়, শাহাদত হোসেন, শামিম হোসেন, আকবর আলী (অধিনায়ক), রাকিবুল হাসান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব এবং অভিষেক দাস।
ভারতীয় একাদশ: ইয়াশভি জাইসওয়াল, ডিভ্যানাশ সাকসেনা, তিলক ভার্মা, ধ্রুব জুরেল, প্রিয়াম গর্গ (অধিনায়ক), সিদ্ধেশ ভীর, আথারভা অ্যানকোলেকার, রবি বৈশ্ন্য, শুশান্ত মিশরা, কার্তিক ত্যাগি এবং আকাশ সিং।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।