আন্তর্জাতিক ডেস্ক : ক্রমাগতই বাড়ছে উত্তেজনা৷ পাকিস্তানের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়নে এবার বিস্ফোরক প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷ সরাসরি পরমাণু অস্ত্র ব্যবহারের হু’মকি পাকিস্তানকে৷
পোখরানের মাটিতে দাঁড়িয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের পাকিস্তানের উদ্দেশ্যে বার্তা, পরমাণু অস্ত্র’ নিয়ে ভারত নীতি ভবিষ্যতে বদলাতেও পারে৷ ভারতের নীতি যেকোনও মুহূর্তে বদলানো হতে পারে৷ বর্তমানে ভারতের পরমাণু অস্ত্র ব্যবহার নিয়ে নীতি, প্রথমেই পরমাণু অস্ত্র ব্যবহার করা হবে নয়৷
এপ্রসঙ্গে রাজনাথ সিং বলেন, ‘ভবিষ্যতে কী হবে জানি না ৷’ রাজনাথের এই ইঙ্গিতেই শুরু হয়েছে জ’ল্পনা৷ গতকাল ছিল ভারতের ৭৩ তম স্বাধীনতা দিবস।
৭৩ তম স্বাধীনতা দিবসের সন্ধ্যাতেই উ’ত্তপ্ত ভারত-পাকিস্তান সীমান্ত। সং’ঘর্ষে নিহত হয়েছেন দুই দেশের ৮ সেনা। পাকিস্তানের দাবি ছিল এই হা’মলায় ৫ জন ভারতীয় সেনা ও ৩ পাক সেনা নি’হত হয়েছেন।
গতকাল স্বাধীনতা দিবসের সন্ধ্যাতেই সীমান্তে হামলা চালায় পাক সেনা। পা’ল্টা আঘাত ফিরিয়ে দেয় ভারতীয় সেনা। নি’হত ৩ পাক সেনা হলেন নাইক তানভীর, রামজান ও ল্যান্স নায়েক তইমুর।
পাক-সেনার মুখপাত্র মেজর আসিফ গাফুর ৩ নি’হত পাক-সেনার ছবি পোস্ট করে লিখেছেন এই সংঘর্ষে ৫ ভারতীয় সেনাও শহিদ হয়েছেন কিন্তু ভারতের তরফ থেকে জানানো হয়েছে এই অ’ভিযোগ মিথ্যে। পাকিস্তানের এই দাবি নেহাতই ভিত্তিহীন বলে নয়াদিল্লি জানিয়ে, তাদের সেনারা ঠিক আছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।