Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের সম্পাদিত পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্র আগেই বেরিয়ে গেছে। বাকী পাঁচ দেশকে দফায় দফায় সময় দিয়েছে ইরান। কিন্তু সন্তোষজনক কোনো উন্নতি না হওয়ায় দুই দফায় সমোঝোতার অংশ বিশেষ, অকার্যকর ঘোষণা করে ইরান।
এবার তৃতীয় দফায় ওই সমোঝোতার কিছু শর্ত অমান্যের ঘোষণা দিয়েছে তেহরান। ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, আগামীকাল (শুক্রবার) থেকে পরমাণু সমঝোতায় দেয়া আরো কিছু প্রতিশ্রুতি বাস্তবায়ন স্থগিত করবে দেশটি।
এটি হবে ইরানের পক্ষ থেকে পরমাণু প্রতিশ্রুতি বাস্তবায়ন কমিয়ে দেয়ার তৃতীয় পর্যায়। তবে তৃতীয় পর্যায়ে এসে কোন কোন শর্ত অকার্যকর করা হবে তার বিস্তারিত কিছু জানাননি রুহানি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।