স্পোর্টস ডেস্ক : অনেক নাটকীয়তার পর অবশেষে ত্রিদেশীয় সিরিজে সাকিব আল হাসানের নেতৃত্বে আজ মাঠে নেমেছিল বাংলদেশ। নিউজিল্যান্ডের কাছে হেরেছে ৮ উইকেটে। ব্যাট-বল কোনো দিক দিয়েই সুবিধা করতে পারেননি সাকিব। শুধু তিনিই নন, দলের সবার পারফর্মেন্সই ছিল বাজে।
ম্যাচ হারের পর সাকিব বললেন, ব্যাটিং নিয়ে আরও কাজ করতে হবে। তবে দলের বোলিং-ফিল্ডিং নাকি ভালো ছিল- যা ইতিবাচক।
বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘ভেবেছিলাম তাদের স্পিনাররা এই ব্যবহৃত উইকেটে ভালো বোলিং করবে। আমরা ভালোই শুরু করেছিলাম, বড় শট খেলারও চেষ্টা করেছি। মাঝামাঝিতে দুটি উইকেট হারিয়ে মোমেন্টাম আর ফিরে পাইনি। উপরের দিকের চারজনের মধ্যে দুই জনই ১৫-১৬ ওভার পর্যন্ত খেলেছে। আমরা চেষ্টা চালিয়ে যাব। সামনে কিছু খেলা আছে, সেগুলি ডে ম্যাচ এবং আমাদের জন্য আরও ভালো হতে পারে।’
সাকিব সাধারণত টপ অর্ডারে ব্যাট করলেও আজ নেমেছিলেন সাত নম্বরে। নিচে নামার কারণ নিয়ে তিনি বলেন, ‘আমি ওপরের দিকেই ব্যাটিংয়ে নামতে পারতাম, কিন্তু যেহেতু দুই স্পিনার বোলিং করছিল, তাই আমরা লেফট-রাইট কম্বিনেশনের কথা ভেবেছি। দুটি ম্যাচেই আমাদের বোলাররা ভালো করেছে এবং ফিল্ডিংও ভালো ছিল। এসব ইতিবাচক দিক তো আছেই। ব্যাটিং নিয়ে আরও কাজ করতে হবে। ম্যাচ হারতে থাকলে এনার্জি লেভেল উঁচুতে রাখা কষ্টকর হয়ে দাঁড়ায়। সামনে বিশ্বকাপ আছে, এবং আমরা মোমেন্টাম তৈরি করতে চাই।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।