সাজ্জাদ বাসার, কুবি প্রতিনিধি:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়েছে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা। রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় ক্যাম্পাস পরিষ্কারের উদ্দেশ্যে এক র্যালির মাধ্যম এই কার্যক্রম শুরু হয়।
পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন আইন বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক রোকসানা আক্তার, আইন বিভাগের প্রভাষক মু. আবু বক্কর সিদ্দিক (সোহেল), মু. আলী মোর্শেদ কাজেম, সায়দা তালুকদার রাহি, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সভাপতি মিঠুন খান,সাধারণ সম্পাদক লিটন কুমার, সহ সভাপতি দেব প্রকাশ চক্রবর্তী, মোঃ আরিফ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুন্তাছিরুল ইসলাম, ইউসুফুল হক, মো:আরাফাত হোসেন, মো: রাসেল মিয়া, নেওয়াজ শরিফ, আশিবুল আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ওসমান জয় মানিক,বুরহান উদ্দিন ,রাকিব সিকদার,দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল সিফাত ,অর্থ সম্পাদক আয়ুব উদ্দিন, প্রচার সম্পাদক আরিফুর রহমান, আইন বিষয়ক সম্পাদক তাজউদ্দিন তাজল, ছাত্রী বিষয়ক সম্পাদক মাহবুবা আক্তার তন্বী, কার্যনির্বাহী সদস্য মো: নূর আলম, এ. এস ওসমানী রাকিবসহ সাধারণ নেতা কর্মীরা।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মিঠুন খান বলেন, ‘মুজিব বর্ষ উপলক্ষে আমরা অনেক গুলো উদ্যোগ গ্রহন করেছি। এর মধ্যে আজকে আমরা ক্যাম্পাস পরিস্কার এর উদ্দেশ্যে নেমেছি। ক্যাম্পাস পরিষ্কার করা আমাদের সকলের দায়িত্ব।’
বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের উপদেষ্টা আইন বিভাগের প্রভাষক আবু বকর সিদ্দিক (সোহেল) বলেন, ‘ছাত্র শিক্ষক সবার উচিৎ ক্যাম্পাস পরিস্কার রাখা। আর আমরা ক্যাম্পাসকে সবুজ রাখার উদ্দেশ্যে এই কার্যক্রম গ্রহন করেছি।’
এছাড়াও সংগঠনটির নেতৃত্ববৃন্দ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্থায়ী ডাস্টবিন স্থাপনের দাবি জানিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।