সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পিস্তলসহ নুরুল আলম খান রাসেল (৪০) নামে এক ব্যক্তি আটক হয়েছেন। তিনি টাঙ্গাইলের মধুপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মধুপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবুর মেয়ের জামাই।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহাবাগ থানা পুলিশ।
এর আগে শুক্রবার বিকেল পৌনে ৪টায় নুরুল আলম খান রাসেল উদ্যানে ঢোকার সময় তল্লাশিতে পিস্তলসহ আটক হন। তার আধা ঘণ্টা আগে সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, আটক নুরুল আলম খান রাসেল পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন টিএসসি’র গেট দিয়ে সমাবেশস্থলে প্রবেশের চেষ্টা করছিলেন। প্রবেশের সময় তল্লাশি করা হলে তাকে অস্ত্রসহ আটক করা হয়।
এ বিষয়ে ডিএমপির সহকারী কমিশনার হাসিনুজ্জামান বলেন, হ্যাঁ, ঘটনাটি সত্য। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে পিস্তলসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি কেন সম্মেলনে পিস্তল নিয়ে হাজির হয়েছেন তা জানতে বিষয়টি যাচাই করে দেখছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


