Advertisement
জুমবাংলা ডেস্ক : সৌদি আরবের জেদ্দায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর ১টার দিকে জেদ্দার বরিমান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
জেদ্দায় নিযুক্ত বাংলাদেশ কনস্যুলেটরের আইন সহকারী হাসিব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, টাঙ্গাইলের কালিহাতীর ফরহাদ আলীর ছেলে আল আমিন, ময়মনসিংহের গফরগাঁও এর কামাল উদ্দিনের ছেলে শাকিল মিয়া ও নরসিংদী মনোহরদীর কাজল মিয়ার ছেলে কাওসার মিয়া। এরা সবাই ইয়ামামা কোম্পানিতে চাকরি করতেন। দায়িত্বপালনরত অবস্থাতেই তারা মারা যান।
মরদেহগুলো জেদ্দার একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।