গণজাগরণ মঞ্চের আন্দোলনের সময় ব্যঞ্জনবর্ণের বর্ণগুলো দিয়ে স্লোগান উদ্ভাবন করে জনপ্রিয়তা পেয়েছিলেন ছাত্র ইউনিয়ন নেত্রী লাকি আক্তার। তখন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের পরেই লাকি ছিলেন মঞ্চের দ্বিতীয় পরিচিত মুখ। এরপর বুড়িগঙ্গা দিয়ে বয়ে গেছে অনেক পানি, লাকিও সময়ের সাথে সাথে বিয়ে করে সংসারী হয়েছেন। বিয়েও করেছিলেন রাজনৈতিক সহযোদ্ধা ছাত্র ইউনিয়নের জাহিদুল ইসলাম সজীবকে। এবার মা হলেন লাকি।
শনিবার (৭ ডিসেম্বর) রাজধানীর একটি হাসপাতালে ফুটফুটে এক সন্তানের জন্ম দিয়েছেন তিনি। লাকির মা হওয়ার তথ্য নিশ্চিত করেছেন তার স্বামী ও ছাত্র ইউনিয়নের সাবেক কেন্দ্রীয় নেতা জাহিদুল ইসলাম সজীব। এ বিষয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেছেন জাহিদুল ইসলাম সজীব। সেখানে নবজাতকের ছবি দিয়ে পাশাপাশি নামও দিয়েছেন— ‘রোজাভা সূর্য’। প্রসঙ্গত, ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে যুক্ত লাকি আক্তার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্রী ছিলেন। ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতিও হয়েছেন লাকি। লাকির স্বামী জাহিদুল ইসলাম সজীবও ছাত্র ইউনিয়নের রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতির দায়িত্ব পালন করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


