তাকী জোবায়ের : বাংলাদেশ ব্যাংকের শীর্ষ পর্যায়ে যেভাবে পরিবর্তন আনা হয়েছে, একইভাবে আর্থিক খাতের সকল নীতিনির্ধারণী ও সরকারি প্রতিষ্ঠানের শীর্ষ নেতৃত্বে পরিবর্তন আনা হবে।
সোমবার দুপুরে জুমবাংলাকে এই কথা বলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আবদুর রহমান খান।
এদিকে গত পনেরো বছরে বিভিন্ন সরকারি ও সায়ত্বশাসিত প্রতিষ্ঠানে অনিয়মের মাধ্যমে যাদের নিয়োগ ও পদায়ন হয়েছে, তাদেরকে অপসারণের বিষয়ে উদ্যোগ নেওয়া হবে বলে জুমবাংলাকে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মহিউদ্দিন রনি।
সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আলাপকালে এ কথা বলেন তিনি।
কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগের দাবি নিয়ে তিনি এসেছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাপের মুখে সোমবার দুপুর ১ টার আগে ৪ শীর্ষ কর্মকর্তা আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পদত্যাগপত্র জমা দেন। তারা হলেন- ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান, মো. খুরশিদ আলম, আর্থিক গোয়েন্দা বিভাগের প্রধান মাসুদ বিশ্বাস ও নীতি উপদেষ্টা আবু ফারাহ মো. নাছের।
বিকেলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) সচিব চার জনেরই পদত্যাগপত্র গৃহীত হওয়ার বিষয়টি জুমবাংলাকে নিশ্চিত করেছেন।
এফআইডি সচিবের কাছে জানতে চাওয়া হয়, সরকারি ব্যাংকগুলোর এমডি ও চেয়ারম্যানদের অপসারণের বিষয়ে কোন পরামর্শ এসেছে কি না বা আপনাদের কোন সিদ্ধান্ত আছে কি না। তিনি বলেন, ‘এখনতো প্রায়োরিটি (অগ্রাধিকার ভিত্তিতে) অনুযায়ী কাজ করতে হবে। সবই (পরিবর্তন) হবে আস্তে আস্তে। একসাথে তো আর এত কাজ করা যাবে না। স্লোলি হবে।’
১৫ আগস্ট বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে অনুমতি চেয়েছে আওয়ামী লীগ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।