জুমবাংলা ডেস্ক : ছাত্র আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই এবং আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সেইসঙ্গে তার ছেলে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ফজলে ফাহিমসহ পরিবারের সবার ব্যাংক হিসাব তলব করা হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর অঞ্চল-১৫ থেকে সব ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, জাতীয় সঞ্চয় অধিদপ্তর ও ডাক বিভাগকে এই চিঠি দেয়া হয়।
চিঠিতে শেখ সেলিমের নিজ নামে অথবা বাবা, মা, ছেলে, মেয়ে, ভাই বা বোনের যৌথ নামে অথবা ব্যবসাপ্রতিষ্ঠানের নামে পরিচালিত ব্যাংক হিসাব ও ক্রেডিট কার্ডসংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে। এনবিআরের আয়কর বিভাগের কর অঞ্চল-১৫ এর কমিশনার আহসান হাবিবের স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কর অঞ্চল-১৫ এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
বিগত আওয়ামী লীগ সরকারের একজন প্রভাবশালী ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয় শেখ সেলিমকে। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলের সদস্য শেখ সেলিম গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ছিলেন।
এর আগেএকই কর অঞ্চল থেকে ১৫ আগস্ট একইভাবে আলোচিত ব্যবসায়িক গোষ্ঠী এস আলমের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করা হয়। সূত্র : সময় সংবাদ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।