Close Menu
iNews
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • স্বাস্থ্য
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ইতিহাস
    • ক্যাম্পাস
    • ক্যারিয়ার ভাবনা
    • Jobs
    • লাইফ হ্যাকস
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home পরিবার দিবসে টেকসই ভবিষ্যতের বার্তা
বিশেষ দিবস মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার

পরিবার দিবসে টেকসই ভবিষ্যতের বার্তা

By Saumya SarakarMay 15, 20254 Mins Read
Advertisement

হাসান আলী : পরিবার হলো মূলত রক্ত-সম্পর্কিত ব্যক্তিদের সংগঠন, যেখানে সব সদস্যের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, নিরাপত্তা এবং বিনোদনের আয়োজন হয়ে থাকে। পরিবার কখন কী কারণে গড়ে উঠেছে, তা নিয়ে মতপার্থক্য রয়েছে। বেশির ভাগের মত হলো, মানুষ সমতলে বসবাস করার সময় কৃষিকাজ শিখে ফেলে। কৃষিজাত পণ্য সংরক্ষণের জন্য গোলাঘর এবং নিজেদের জন্য বসতঘর নির্মাণ করতে শুরু করে।

হাসান আলীপ্রাকৃতিক প্রয়োজনে পরিবার গড়ে ওঠে। সম্পদের বিলিবণ্টনকে কেন্দ্র করে বিবাহ প্রথা এবং উত্তরাধিকারের বিষয়টি সামনে চলে আসে। বিভিন্ন রকমের চড়াই-উতরাই পেরিয়ে স্বামী-স্ত্রীকেন্দ্রিক একক পরিবারই মূল ধারায় চলে আসছে। জ্ঞান-বিজ্ঞানের প্রসার, উন্নত প্রযুক্তি ব্যবহার, পুষ্টিকর খাবারের সহজলভ্যতা, উন্নত চিকিৎসার ফলে মানুষের জীবনযাপন সহজতর হয়ে উঠেছে।

কিছু কিছু ক্ষেত্রে পরিবারের দায়-দায়িত্ব পালন ব্যক্তির জীবনকে পীড়াদায়ক করে ফেলে।
সমাজের নানা রকমের পরিবর্তনের পর মানুষ পরিবারকেন্দ্রিক জীবনের গুরুত্ব অনুধাবন করতে শুরু করেছে। ১৯৯৩ সালের ২০ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের এক সভায় ১৫ মে আন্তর্জাতিক পরিবার দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়। জাতিসংঘ ১৯৯৪ সালকে আন্তর্জাতিক পরিবার বর্ষ হিসেবে পালনের ঘোষণা দেয়।

১৯৯৫ সাল থেকে ১৫ মে আন্তর্জাতিক পরিবার দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এ বছর আন্তর্জাতিক পরিবার দিবসের থিম বা প্রতিপাদ্য হলো, ‘টেকসই উন্নয়নের জন্য পরিবারভিত্তিক নীতিমালা’।
লোভ-লালসা, রাগ-ক্ষোভ, হিংসা-প্রতিহিংসা, লুটপাট ও দুর্নীতির তাণ্ডবে পরিবারগুলো কার্যত অচল হয়ে পড়েছে। জৌলুশ হারিয়ে প্রায় প্রাণহীন, মানহীন মলিন চেহারায় হাজির হয়েছে কিছু পরিবার। পরিবারে শান্তির পরিবর্তে অশান্তির আগুন জ্বলছে।

মানুষের মধ্যে পরিবারবিমুখ হওয়ার তাড়না প্রবল হয়ে উঠেছে। পরিবার হলো রাষ্ট্রের ক্ষুদ্রতম ইউনিট। সেটা অশান্ত, অকার্যকর হলে রাষ্ট্রব্যবস্থা চরম ঝুঁকির মধ্যে পড়বে।
পরিবার মূলত ভবিষ্যতের সুনাগরিক গড়ে ওঠার পীঠস্থান। শিশুরা বড়দের স্নেহ-মমতা, সেবাযত্ন, ভালোবাসা নিয়ে বড় হলে ভবিষ্যতে দায়িত্ব-কর্তব্য পালনে আন্তরিক হবে। পরিবারে শিশু জন্মলাভের পর সদস্যদের মধ্যে আনন্দের জোয়ার বইতে থাকে। নতুন অতিথির জন্য সবার আনন্দ-উচ্ছ্বাস পরিবারের সম্পর্ক মজবুত হতে সহায়তা করে।

পরিবার সবার জন্য খাদ্যের ব্যবস্থা করে, সামর্থ্য অনুযায়ী শিক্ষালাভের সুযোগ দেয়, অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করে, নৈতিক শিক্ষা দেয়, সামাজিক কাজে অংশগ্রহণের সুযোগ তৈরি করে, রাজনৈতিক সচেতনতা বাড়ায়, অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিতে উৎসাহিত করে, ধর্মীয় অনুশাসন মেনে চলার তাগিদ দেয়, প্রবীণদের সম্মান মর্যাদার আসনে অধিষ্ঠিত করার জন্য অনুপ্রাণিত করে।

কৃষিভিত্তিক সমাজকে কেন্দ্র করে যে যৌথ পরিবারের জন্ম হয়েছিল, শিল্পবিপ্লবের পরবর্তী সময়ে এসে একক পরিবারে রূপ নিল। ইচ্ছে করলেই আগের যৌথ পরিবারে ফিরে যাওয়া সম্ভব হবে না। তবে যে করেই হোক দুর্বল পরিবার ব্যবস্থাকে সবল করে গড়ে তুলতে হবে। আমাদের মনে রাখতে হবে যে পরিবারের সব সদস্য একই রকমের দক্ষতা, যোগ্যতার অধিকারী হবে না। কেউ লেখাপড়ায় এবং আয়-রোজগারে ভালো করবে, নেতৃত্বের গুণাবলি নিয়ে পরিবারে ভূমিকা পালন করবে।

আবার কেউ খেলাধুলা, নাচ, গান, কবিতা, নাটক, সিনেমা ও সৃজনশীল কাজে ব্যস্ত হয়ে পড়বে। বোহেমিয়ান ধরনের লোকজন পরিবারেই থাকে। নানান ধরনের আচার-আচরণের লোকজন নিয়ে পরিবার। পরিবারের কোনো সদস্য দীর্ঘমেয়াদি রোগে ভোগেন, শারীরিক ও মানসিক সক্ষমতাহীন সদস্যদের পরিবারেই বসবাস।

পরিবার হলো সেই জায়গা যেখানে স্বস্তি, নিরাপত্তা, দায়িত্ব-কর্তব্য, শান্তিশৃঙ্খলা, শ্রদ্ধা-ভালোবাসার শুভ সূচনা হয়। চূড়ান্ত বিচারে কোনো পরিবারই নিখুঁতভাবে কাজ করে না। আন্তরিক ভালোবাসা আর ক্ষমা করার মানসিকতা এটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারে। আগামী দিনের সভ্য এবং ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে পরিবারই মুখ্য ভূমিকা পালন করবে।

যে পরিবার অসৎ-দুর্নীতিবাজ সেই পরিবারের মধ্যে মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ তৈরি হওয়া প্রায় অসম্ভব একটি বিষয়। পরিবারের সদস্যরা অনৈতিক আয়-রোজগার সম্পর্কে কমবেশি বুঝতে পারে। ঘুষ-দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত পরিবার মানুষের কাছে অসম্মান, অমর্যাদার পাত্র হিসেবে বিবেচিত হয়। একটি আদর্শ পরিবার একটি ভালো মানের শিক্ষাপ্রতিষ্ঠানের সমতুল্য।

আজকে যে সমাজে ভালো মানুষের জন্য হাহাকার আমরা শুনতে পাই, তার মূলে রয়েছে দুর্নীতিবাজ, অসৎ পরিবারগুলো থেকে আগত চরিত্রহীন মানুষের সরব উপস্থিতি। রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে যেসব দুর্নীতি, লুটপাটের কাহিনী আমরা শুনতে পাই, তার পেছনে রয়েছে কিছু অসৎ পরিবার থেকে আগত সদস্যদের সক্রিয় অংশগ্রহণ বা পৃষ্ঠপোষকতা।

মাঝেমধ্যে আমরা সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের ঘুষ, দুর্নীতি, লুটপাট, স্বেচ্ছাচারিতা নিয়ে যতটা সরব, ঠিক ততটাই নিজেদের পরিবারের বিষয় নিয়ে নীরব থাকি। এসব থেকে বিরত রাখার ক্ষেত্রে আমাদের চরম উদাসীনতা রয়েছে। রাষ্ট্র মেরামতের পাশাপাশি পরিবার মেরামত করা জরুরি হয়ে পড়েছে।

দুপুরের মধ্যেই বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা

পরিবার শক্তিশালী, দয়ালু, ন্যায়পরায়ণ না হলে রাষ্ট্রের বিভিন্ন অংশ সঠিকভাবে কাজ করতে পারবে না। পৃথিবী তৃতীয় বিশ্বযুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে আছে। ঠিক এই সময়ে এবারের আন্তর্জাতিক পরিবার দিবসের প্রতিপাদ্য ‘টেকসই উন্নয়নের জন্য পরিবারভিত্তিক নীতিমালা’ প্রণয়নের আহ্বান তাৎপর্যপূর্ণ।

লেখক : প্রবীণ বিষয়ে লেখক, গবেষক ও সংগঠক।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
family policy family values International Family Day sustainable development আন্তর্জাতিক পরিবার দিবস টেকসই টেকসই উন্নয়ন দিবস দিবসে পরিবার পরিবার ও উন্নয়ন পারিবারিক নীতিমালা বার্তা বিশেষ ভবিষ্যতের মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts
**Disinformation and the Test of Democracy**

গণভোট, অপতথ্য ও গণতন্ত্রের পরীক্ষা

January 9, 2026
The culture of "paying respects by touching feet" in politics

রাজনীতিতে ‘পায়ে সালাম’ সংস্কৃতি: ব্যক্তিপূজা বনাম গণতান্ত্রিক ও ধর্মীয় মূল্যবোধ

January 2, 2026
An unforgettable political chapter

খালেদা জিয়া: সংগ্রাম, রাষ্ট্রনায়কত্ব ও এক অবিস্মরণীয় রাজনৈতিক অধ্যায়

December 30, 2025
Latest News
**Disinformation and the Test of Democracy**

গণভোট, অপতথ্য ও গণতন্ত্রের পরীক্ষা

The culture of "paying respects by touching feet" in politics

রাজনীতিতে ‘পায়ে সালাম’ সংস্কৃতি: ব্যক্তিপূজা বনাম গণতান্ত্রিক ও ধর্মীয় মূল্যবোধ

An unforgettable political chapter

খালেদা জিয়া: সংগ্রাম, রাষ্ট্রনায়কত্ব ও এক অবিস্মরণীয় রাজনৈতিক অধ্যায়

za

রাজনীতির নতুন মেরুকরণ ও এনসিপি: টিকে থাকার লড়াই ও কৌশলগত বাস্তবতা

জাহিদ ইকবাল

দুর্নীতির কাছে পরাজিত রাজনীতি, প্রতিরোধের অপেক্ষায় জনগণ

Zahid

জনদুর্ভোগের রাজনীতি: বৃত্ত ভাঙার দায় কার?

ক্ষমতাধর আসলে কে

ক্ষমতাধর আসলে কে: কারওয়ান বাজার না সোশ্যাল মিডিয়া?

পরাধীনতার শৃঙ্খল ভেঙে পৃথিবীর সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড

রাজনীতি

‘বিএনপি আশ্বাসের রাজনীতিতে নয়, কাজ ও বাস্তবায়নের রাজনীতিতে বিশ্বাস করে’

সালাহউদ্দিন

শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন: সালাহউদ্দিন আহমদ

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.