বিনোদন ডেস্ক : এবার পরিবেশ সচেতনতা নিয়ে মুখ খুললেন ‘ভাইজান’ সালমান খান। যেভাবে পরিবেশ দূষণ বাড়ছে, আবহাওয়া বদলাচ্ছে, সেই বদলের জন্য দায়ী আমাদেরই ব্যবহৃত প্লাস্টিক। আর তা নিয়ে ভীষণভাবে উদ্বিগ্ন তিনি। তাই সাধারণ মানুষের কাছে প্লাস্টিক ব্যবহার না করার জন্য আর্জি জানালেন সাল্লু মিয়াঁ। এই প্রসঙ্গে একটি সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘‘গাছ বাঁচাও, পানি সঞ্চয় করো ও প্লাস্টিক ব্যবহার করো না। স্বচ্ছ ভারতই সুস্থ ভারত। প্লাস্টিক ব্যবহার করো না ও প্লাস্টিক হয়ো না।’’
সালমান খানের সঙ্গে ছিলেন মাধুরী দীক্ষিত নেনে ও ক্যাটরিনা কাইফ। মাধুরীর মতে, আমাদের পরিবেশ-বান্ধব বিশ্বে বাস করা উচিত। তিনি বলেন, ‘‘যেহেতু আমার সন্তান আছে, আমি প্রত্যেক বাবা-মা’কে বলব, আমরা আমাদের সন্তান ও তাদের সন্তানদের জন্য কেমন পৃথিবী রেখে যাচ্ছি, সেই বিষয়ে আমাদের ভাবা উচিত। আমাদের দায়বদ্ধ হতে হবে। আমাদের প্রত্যেককে দায়িত্ব নিতে হবে। প্রত্যেকে বলবে, আমি একজন আদর্শ নাগরিক হতে চলেছি, আমি পরিবেশের জন্য কিছু করতে চলেছি। পানি সঞ্চয়, প্লাস্টিক ব্যবহার না করা ইত্যাদি অনেক কিছুই আমরা পরিবেশের জন্য করতে পারি। প্রত্যেকটি কাজ আমরা আমাদের মতো করে সারতে পারি।’’
এই প্রসঙ্গে ক্যাটরিনা বলেন, ‘‘আবহাওয়ার বদল এমন নয় যে, আমরা প্রতিদিন দেখতে পাব। তাই পরিবেশরক্ষা কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা সহজেই ভুলে যাই। সবথেকে সহজ ও ছোট কাজ যেটা আমরা পরিবেশের জন্য করতে পারি, তা হল প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা। সেটাই আমাদের গ্রহকে বাঁচানোর জন্য সবথেকে বড় সাহায্য হবে।’’
তাঁর সংযোজন, ‘‘আমার মনে হয় প্রধানমন্ত্রী (নরেন্দ্র) মোদির উদ্যোগ অবিশ্বাস্য। সেটাকে আমাদের সবার সমর্থন করা উচিত। সহজ কাজ হল, প্লাস্টিকের বোতলে পানি না খাওয়া ও পানির জন্য অন্য ধরনের পাত্র ব্যবহার করা।’’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।