‘বিশ্ব ওজোন দিবস-২০২৫’ উপলক্ষে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশ সুরক্ষায় শুধু সরকারের নয়, ব্যক্তিও তার দায়িত্ব পালন করবে।
সৈয়দা রিজওয়ানা বলেন, “সরকার বন রক্ষা করবে। কিন্তু পরিবেশ সুরক্ষায় কিছু বিষয় ব্যক্তি নিজেই ঠিক করে নিতে পারেন—যেমন কতক্ষণ এসি চালাবেন, ঘর পরিবেশবান্ধব করবেন কি না, ভেন্টিলেশন রাখবেন কি না। এগুলো ব্যক্তির দায়িত্ব।”
তিনি আরও বলেন, ওজোন লেয়ার সংরক্ষণে আন্তর্জাতিক আইন প্রয়োগে আমরা যেমন সফল হয়েছি, জলবায়ু পরিবর্তন মোকাবেলাতেও আমাদের একইভাবে আগ্রহী হওয়া উচিত। তিনি ভালো কাজে উৎসাহ প্রদানের গুরুত্বের ওপর জোর দিয়ে বলেন, “জাতি গঠনে নেতিবাচকতা নয়, ইতিবাচক মনোভাব প্রয়োজন। শুধু সমালোচনা নয়, উৎসাহও দিতে হবে।”
আলোচনা সভায় পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব নাভিদ শফিউল্লাহ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মহিউদ্দিন মাহী। দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন সৈয়দা রিজওয়ানা হাসান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।