লাইফস্টাইল ডেস্ক : খাওয়ার সময়, বাইরের ধুলা ময়লা বা বিভিন্ন কাজে আমাদের নখের ঝকঝকে ভাবটা কমে যায়। অনেক সময় দেখা নখে দেয় হলদেটে দাগ। আর যত না নিলে এগুলো মোটামুটি স্থায়ী হয়ে যায়।
নিয়মিত পার্লারে গিয়ে বা ঘরে মেনিকিউর করা হয়ে ওঠেনা। অথচ আমরা সুন্দর ও পরিষ্কার ঝকঝকে নখ চাই অনেকেই। খুব সহজে, মাত্র ২-৩ মিনিটের মধ্যেই পেয়ে যেতে পারেন কাঙ্ক্ষিত নখ।
কীভাবে, জেনে নিন
যদি বেকিং সোডার সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস ও অলিভ অয়েল মিশিয়ে নিন। এই মিশ্রণ টুথব্রাশে লাগিয়ে কিছুক্ষণ নখ ঘষে নিন। তারপর আরও কিছুক্ষণ লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।
নখের হলুদ ছোপ তুলে ফেলার আরও একটি ভালো উপায় হলো টুথপেস্ট। বিশেষ করে জেল টুথপেস্ট। টুথব্রাশ ভিজিয়ে নিয়ে টুথপেস্ট লাগিয়ে ১-২ মিনিট নখ ঘষে নিন। পানি দিয়ে ভালো করে ধুয়ে ময়েশ্চারাইজার মেখে নিন। ব্যস, হয়ে যাবে আপনার নখ পরিষ্কার ঝকঝকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।