এনাম-উজ-জামান : সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা। তোমাদের পরীক্ষা শুরু হয়েছে। তোমাদের মধ্যে অনেকেই পরীক্ষার দিন অতিরিক্ত দুশ্চিন্তায় বা তাড়াহুড়ায় কিছু অনাকাক্সিক্ষত ভুল করে ফেলো। পরীক্ষার দিন কী করবে আর কী করবে না সেটি আগেই ঠিক করে রাখলে এসব অনাকাক্সিক্ষত ভুল এড়ানো সম্ভব।
পরীক্ষা কেন্দ্রে যাওয়ার আগে
কলম, পেন্সিল, ইরেজার, প্রবেশপত্র, পরীক্ষা সূচি, বিষয় অনুযায়ী প্রয়োজনীয় জিনিস যেমন, ক্যালকুলেটর, জ্যামিতি বক্স ইত্যাদি গুছিয়ে নাও।
পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার চেষ্টা করবে।
পরীক্ষা কক্ষে ঢোকার পর
কেন্দ্রে মোবাইল বা অন্য কোনো ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করবে না। সঙ্গে বই বা ব্যাগ বহন করলে পরীক্ষা শুরুর আগেই পরীক্ষা তত্ত্বাবধায়কের নির্দিষ্ট করে দেওয়া স্থানে রেখে দেবে।
পরীক্ষার সময় বেশি পানির তৃষ্ণা পেলে সঙ্গে পানির বোতল রাখতে পারো। তবে সতর্ক থাকবে বোতল উল্টে যেন কোনো দুর্ঘটনা না ঘটে। বোতল উল্টে পানি পড়লে তোমার এবং অন্য পরীক্ষার্থীদের খাতা ভিজে যেতে পারে।
পরীক্ষা শুরু হওয়ার পর
উত্তরপত্র পাওয়ার পর নির্দিষ্ট স্থানে নাম ও অন্যান্য তথ্য পূরণ করবে। খাতায় মার্জিন টানবে। উত্তর লেখার জন্য কালো কলম ব্যবহার করাই ভালো। বিশেষ প্রয়োজন নীল কলম ব্যবহার করা যেতে পারে কিন্তু কোনোক্রমেই লাল কলম ব্যবহার করবে না।
প্রশ্ন পাওয়ার পর সম্পূর্ণ প্রশ্নটি প্রথমে একবার পড়বে। এরপর যে প্রশ্নটি সবচেয়ে ভালো পারবে সেটি দিয়ে লেখা শুরু করবে। প্রশ্নের উত্তর লেখার সময় অবশ্যই সময়ের দিকে নজর রাখবে। প্রতিটি প্রশ্নের জন্য কতটুকু সময় নিতে পারবে তা আগেই নির্ণয় করে রাখবে। পরীক্ষা শেষের কমপক্ষে পনের মিনিট আগে লেখা শেষ করার চেষ্টা করবে। তাহলে খাতা রিভিশন দিতে পারবে। এতে অনেক ভুল ধরা পড়ে। অতিরিক্ত খাতা এর আগেই সেলাই করে নেবে।
তোমার যদি টয়লেটে যেতে হয় তাহলে উপস্থিত শিক্ষকের অনুমতি নেবে এবং অল্প সময়ের মধ্যে আবার পরীক্ষার হলে আসার চেষ্টা করবে
যদি পরীক্ষার সময় কোনো অসুবিধা হয় তাহলে দায়িত্বরত শিক্ষককে জানাবে। যদি আসন নড়বড় করে বা কেউ তোমাকে বিরক্ত করে তাহলেও শিক্ষককে জানাবে। তিনি যথাসম্ভব দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করবেন।
পরীক্ষা শেষ হওয়ার পর
সময় শেষ হলে শিক্ষক লেখা বন্ধ করতে বললে আর কিছু লিখবে না। শিক্ষক খাতা জমা নিলে নিজের সরঞ্জাম গুছিয়ে বের হবে। ধীরস্থিরভাবে অভিভাবকের সঙ্গে বা নিজে নিজে বাসায় আসবে। বিগত পরীক্ষা নিয়ে দুশ্চিন্তা করবে না। বিশ্রাম নিয়ে পরের পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।