শনিবার অনুষ্ঠিত হয়েছে রাষ্ট্রায়াত্ত্ব পাঁচ ব্যাংকের অফিসার ইন ক্যাশ নিয়োগ পরীক্ষা। ২০১৮ সালের সার্কুলার হওয়া এ পরীক্ষায় অংশ নিয়েছেন হাজারো চাকরিপ্রত্যাশী। তবে পরীক্ষার ৪০ মিনিট পর থেকেই সামাজিক যোযাযোগ মাধ্যমে ঘুরছে প্রশ্নের উত্তরপত্র।
পরীক্ষার্থীরা অভিযোগ করে বলেছেন, হয় প্রশ্নপত্র না হয় উত্তরপত্র ফাঁস হয়েছে। ফলে এ নিয়োগ পরীক্ষা বতিল চান তারা।
এ বিষয়ে রাসেল রানা বলেন, নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত। এক ঘণ্টার এ পরীক্ষায় প্রতিবার প্রশ্নপত্র বাইরে আনা যায় না। কিন্তু উত্তরপত্র কীভাবে বাইরে আনা হলো তা আমার মাথায় ঢুকছে না।
নাম প্রকাশ না করার শর্তে এক নিয়োগপ্রার্থী বলেন, ধর্মঘটের মধ্যে অধর্ম করার জন্য কর্তৃপক্ষ এ আয়োজন করেছে। তিনি এ পরীক্ষা বাতিলের দাবি করেন।
আজমাইন আবিদ বলেন, এক্সাম হল থেকে বের হয়ে আমার রুমে আসতে আসতে আমি অবাক। ৩০ মিনিটের মধ্যে উত্তরপত্র ফাঁস হলো। এ বিষয়ে সত্যিই আমি নির্বাক।
নূর আমিন হক বলন, এ ঘটনা কোনোভাবেই মেনে নেয়া যায় না। তিনিও বেকারদের সঙ্গে এ ধরনের মশকরা বন্ধের জন্য সরকারের কাছে দাবি জানা। তিনি আরো বলেন, ধর্মঘটের মধ্যে অনেক কষ্টে পরীক্ষা দিতে ঢাকা এসেছি। এখন এই হলো আমার ফলাফল।
মিরপুর আইডিয়াল স্কুলে নিয়োগ পরীক্ষায় অংশ নেন তানভীর রহমান। তিনি বলেন, ১০০ মার্কসের পরীক্ষায় অনেকে ৩০ মিনিটে ১০০টি উত্তরপত্রে দাগিয়েছে। এখানে নেগেটিভ মার্কিং ও ছিলো। যা এক কথায় অসম্ভব।
তিনি দাবি করেন, পরীক্ষার হলে শিক্ষকদের উদাসীনতা, দেখাদেখি ছিলো চরমে। এভাবে সরকারি কোনো নিয়োগ পরীক্ষা বেকারদের সঙ্গে রসিকতা বলে মনে করেন তিনি।
এদিকে এঘটনায় ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীক্ষা বতিলের দাবি জানিয়েছেন হাজারো চাকরিপ্রত্যাশী। তারা বলছেন, আগের দিন নির্ধারিত সময় পরও হলে শিক্ষকদের সহায়তায় শিক্ষার্থী অতিরিক্ত সময়ে নিয়োগ পরীক্ষা দিয়েছে। আজ প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনা ঘটলো। এ বিষয়ে কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন তারা।
জানতে চাইলে ব্যাংকার্স সিলেকশন কমটির সদস্য সচিব আজিজুর রহমান বলেন, কোনো ধরনের প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি। সারাদিনে এমন অভিযোগ আমার কাছে একটিও আসেনি। আপনিই প্রথম যে এটি আমার কাছে জানালেন।
সামাজিক মাধ্যমে এই উত্তরপত্রের বিষয়ে তিনি বলেন, এমনটি প্রতিবারই ঘটে। একটি চক্র এমন জিনিস শেয়ার করে মানুষকে বিভ্রান্ত করে। যা সত্য নয়। তবে বিষয়টি আমরা পর্যবেক্ষণ করবো। যদি কিছু হয় তবে ব্যবস্থা নেয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।