জুমবাংলা ডেস্ক: নোয়াখালীর কবিরহাটে এসএসসি পরীক্ষা চলাকালে ছাত্রীদের কক্ষে প্রবেশ করে পানি বিতরণ করা ছাত্রদল নেতা সাইফুল ইসলাম আকাশকে শোকজ করেছে কেন্দ্রীয় ছাত্রদল। শুক্রবার (১১ এপ্রিল) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ফেসবুকে দপ্তর সম্পাদক (সহ-সভাপতির পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম সই করা এ-সংক্রান্ত কারণ দর্শানোর নোটিশ প্রকাশ করা হয়।
সাইফুল ইসলাম আকাশ কবিরহাট সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক। গত ২৩ মার্চ (রোববার) দুপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির কবিরহাট সরকারি কলেজসহ নোয়াখালীর ৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের কমিটি অনুমোদন দেন।
চিঠিতে বলা হয়, ছাত্রদলের দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হলো।
জানা যায়, গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) কবিরহাট সরকারি কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা চলাকালে ছাত্রীদের কক্ষে অবস্থান করে সাইফুল ইসলাম আকাশ নামের এক ছাত্রদল নেতার পানি বিতরণের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে সমালোচনার পাশাপাশি ক্ষোভ প্রকাশ করেছেন পরীক্ষার্থী ও অভিভাবকরা। বিষয়টি ঢাকা পোস্টসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পায়।
এদিকে অভিযুক্ত ছাত্রদল নেতা সাইফুল ইসলাম আকাশ পরীক্ষার কক্ষে প্রবেশের এবং শোকজ পাওয়ার বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, আমি কোনো অসদুপায় করতে হলে প্রবেশ করিনি। আমি পরীক্ষা শুরু হওয়ার আগে ঢুকে পানি বিতরণ করেছি। কেন্দ্রীয়ভাবে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে আমরা পানি, হেল্প ডেস্ক, ছাউনি ও শিক্ষা উপকরণ বিতরণ করেছি। কিন্তু প্রতিহিংসা করে আমাকে বিপদে ফেলতে ছবিগুলো প্রচার করেছে। আমি কেন্দ্রের প্রতি শ্রদ্ধাশীল। সেই শ্রদ্ধা রেখে আমি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো।
গাজীপুরের সাফারি পার্কে নেওয়া হচ্ছে পঞ্চগড়ে উদ্ধার হওয়া নীলগাই
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.