আন্তর্জাতিক ডেস্ক : ‘সেই আমি এখন অ্যাস্ট্রোফিজিক্সের ওপর পিএইচডি করছি এবং দু’টি পেপার প্রকাশ হয়েছে। সকলের কাছেই পদার্থবিজ্ঞান কঠিন, কিন্তু গ্রেডস বা নম্বরই আপনাকে বিচার করে না,’ টুইটারে এই লিখে টুইট করেছিলেন সারাফিনা ন্যানসে।
অথচ কোয়ান্টাম ফিজিক্স পরীক্ষায় শূন্য পেয়েছিলেন তিনি। শিক্ষকের কাছে গিয়ে নিজের মূল লক্ষ্যের ব্যাপারে আলোচনা করেন। তখন ভয় পেয়েছিলেন এই ভেবে যে, তাকে পদার্থ বিজ্ঞান ছেড়ে দিতে হবে। টুইটারে গবেষক সারাফিনার টুইট শেয়ার করেছেন গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই। টুইটটি শেয়ার করে তিনি জানিয়েছেন, ভালো বলেছেন এবং এটি সত্যিই অনুপ্রাণিত করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।