পরীমনির ছেলেকে কোলে নিয়ে হাজির মিম

মিম

বিনোদন ডেস্ক: গত মাসের ১০ আগস্ট সন্তানের মা হয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা পরীমনি। অভিনেতা শরিফুল রাজ ও অভিনেত্রী পরীমনি দম্পতির কোল আলো করে আসে পুত্রসন্তান। জন্মের কয়েক ঘণ্টা পরেই সন্তানের ছবি প্রকাশ করেন পরীমনি।

পুত্রসন্তান জন্মের পাঁচ দিন পর হাসপাতাল থেকে বাসায় ফেরেন পরীমনি।

বাসায় ফিরে প্রথমে ধর্মীয় বিধান অনুসারে দুটি ছাগল জবাই করে নবজাতকের আকিকা সম্পন্ন করেন।

পরীমনি ও শরীফুল রাজ দম্পতির সন্তান রাজ্যকে দেখতে শোবিজ জগতের শুভাকাঙ্ক্ষীরা তাদের বাসায় যান। চিত্রনায়ক রিয়াজ, সাইমন সাদিক ও নায়িকা নিপুণ গিয়েছিলেন তাদের বাসায়। এবার এই দম্পতির বাসায় রাজ্যকে দেখতে গেলেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।
মিম
শুধু দেখা নয়, রাজ্যকে রীতিমতো কোলে নিয়ে আদরও শুরু করে দিলেন। এমন একটি ছবি ফেসবুকে নিজেই শেয়ার করেছেন মিম। ছবির সঙ্গে লিখেছেন, রাজ্যর সঙ্গে প্রথম দেখা।

এই সময়ের অন্যতম আলোচিত অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। তার অভিনীত পরাণ চলচ্চিত্রটি বেশ ব্যবসাসফল ছবি। যেটি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও যাচ্ছে।

প্যারিসের পাতে দ্য লা ভিলেত সিনেমা হলে আগামী ৯ সেপ্টেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সিনেমাটির প্রিমিয়ার শো হবে। এ ছাড়া ১০, ১১, ১২ ও ১৩ সেপ্টেম্বর পাতে দ্য লা এবং ভিলেত গ্যঁমো সাঁ দনি সিনেমা হলে উপভোগ করা যাবে ‘পরাণ’।

সালমান শাহকে নিয়ে আজও যে আফসোস অপু বিশ্বাসের