
বিনোদন ডেস্ক: দেশে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত চিত্রনায়িকা পরীমনি ছোটবেলায় মা ও বাবাকে হারানোর পর পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের শিংখালী গ্রামে নানার বাড়িতে বড় হয়েছেন।
১৯৯২ সালের ২৪ অক্টোবর খুলনা বিভাগের সাতক্ষীরায় পরীমনির জন্ম। তার আসল নাম শামসুন্নাহার স্মৃতি। নানা বাড়ি থেকে এসএসসি পাসের পরই খালাত ভাইয়ের সঙ্গে প্রথম বিয়ে হয় তার।
পরীমনির নানা শামসুল হক গাজী জানান, পরীমনির মায়ের মৃত্যুর পর তাকে আমাদের বাড়িতে নিয়ে আসি। সে আমাদের বাড়িতে থেকে স্থানীয় স্কুলে লেখাপড়া করে। অত্যন্ত মেধাবী ছিল সে। ভগিরাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল।
তিনি জানান, বরিশালে থাকা খালাতো ভাই ইসমাইল হোসেনের সঙ্গে প্রথম বিয়ে হয় পরীমনির। সেখানে ২ বছরের দাম্পত্য জীবনের পর বিচ্ছেদ হয়।
পরীমনির দ্বিতীয় স্বামীর নাম ফেরদৌস কবীর সৌরভ। তার বাড়ি যশোরের কেশবপুর পৌরশহরের অফিস পাড়ায়। বুধবার রাতে তিনি একটি জাতীয় দৈনিককে পরীমনির সঙ্গে তার বিয়ে, সংসার এবং বিচ্ছেদের কথা জানান।

সৌরভ জানান, তার দাদা বাড়ি ঝালকাঠি জেলার কাঁঠালিয়া থানার মরিচবুনিয়া গ্রামে। ২০১১ সালে এসএসসি পরীক্ষার পর দাদাবাড়ি গিয়ে পরিচয় হয় তখনকার শামসুন্নাহার স্মৃতির সঙ্গে পরিচয় হয়। তার দাদা বাড়ি ও পরীমনির নানা বাড়ি পাশাপাশি। তখন নানা বাড়ি থাকতেন আজকের পরীমনি। তাদের মধ্যে একটি সম্পর্ক গড়ে ওঠে।
তিনি জানান, তারা ২০১২ সালের ২৮ এপ্রিল কেশবপুর কাজী অফিসে বিয়ে করেন। ২০১৪ সাল পর্যন্ত তারা একসঙ্গে ছিলেন। তার প্রতিবেশীরা পরীমনিকে দেখেছেন, প্রতিবেশীদের বাড়ি গেছেন তিনি (পরীমনি)।
সৌরভ জানান, তিনি ফুটবল খেলোয়াড় ছিলেন। তিনি পরীমনিকে নিয়ে ঢাকার বনানী ও পরে বনশ্রীতে থাকতেন। পরীমনি কেশবপুর আসলে, পল্লব নামের একজন কেশবপুর আসতেন। পরে নজরুল নামের একজনের সঙ্গে পরীমনির পরিচয় হয়। তারা মডেল জগতের লোক।
তিনি আরও জানান, বেপরোয়া জীবন বেছে নেয়ার কারণে তারা ২০১৪ সাল থেকে পৃথক বসবাস করে আসছেন। এখনও তাদের আনুষ্ঠানিক আইনগত তালাক হয়নি।
পরীমনির সঙ্গে যোগাযোগ আছে কি না জানতে চাইলে সৌরভ বলেন, যদি কখনো ওর (পরীমনি) প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করে, ফোন দেয়। আমার কাছে কয়েকদিন আগে ফোন দিয়েছিল পরীমনি। আমাকে বলেন ‘তিনি যেন কারও কাছে কিছু না বলেন।’ তখন ঢাকা বোট ক্লাবে গিয়ে ঝামেলায় পড়েন পরীমনি।
২০১৬ সাল থেকে সাংবাদিক তামিম হাসানের সঙ্গে নতুন প্রেমে মজেন পরীমনি। টানা তিন বছর প্রেমের পর ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি জমকালো আয়োজনে তামিমের সঙ্গে বাগদান সারেন পরীমনি। এরপর পরবর্তী বছরের ভালোবাসা দিবসে বিয়ে করবেন বলেও ঘোষণা দেন। কিন্তু এর কিছুদিন পরেই তাদের সম্পর্ক ভেঙে যায়।
২০২০ সালের ৯ মার্চ দিবাগত রাতে অভিনয়শিল্পী ও পরিচালক হৃদি হকের অফিসে কাজি ডেকে ৩ টাকার দেনমোহরে বিয়ে করেন পরীমনি ও পরিচালক কামরুজ্জামান রনি। এই বিয়ে ৩ মাসও টিকেনি।
এছাড়াও একাধিক ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে পরীমনির। সে সম্পর্ক ভেঙেও যায়।
বুধবার বিপুল পরিমাণ বিদেশি মদ ও মাদকসহ চিত্রনায়িকা পরীমনিকে আটক করে র্যাব। এরপর বৃহস্পতিবার তাকে গ্রেফতার দেখানো হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় আদালত ইতোমধ্যে তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।